সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বর্তমান সময়ে একটি ট্রেন্ডিং টপিক্স। এসইও হলো ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ যেখানে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর বা ট্রাফিক আনার উদ্দেশে একটি ওয়েবসাইটকে অপটিমাইজ করা হয়।
এসইও-তে এমন কিছু পদ্ধতি অনুসরণ করা হয়, যার মাধ্যমে বিভিন্ন সার্চ ইঞ্জিনের (যেমন : Google, Bing, Yahoo) প্রথম পৃষ্ঠায় কোন কিওয়ার্ড -এর জন্য একটি ওয়েবপেজকে র্যাঙ্ক করানো যায়।
ফ্রীল্যানসিং মার্কেটপ্লেসে এসইও এর প্রচুর চাহিদা আছে। আবার, এসইও শিখে নিজের ইকমার্স বা ব্লগ সাইট তৈরি করে আয় করতে পারবেন ও বাংলাদেশের ভিতরে বিভিন্ন্য কোম্পানিতে চাকরি করতে পারবেন। তাই, ক্যরিয়ার হিসাবে বেশ ডিমান্ডেবল।
এই আর্টিকেলটিতে আমি চেষ্টা করেছি এসইও নিয়ে আপনাকে একটি সচ্ছ ও পরিপূর্ণ ধারণা দিতে। যাতে করে আপনি একজন এসইও এক্সপার্ট হতে পারেন।
SEO মানে "সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন"। সহজ কথায়, এর অর্থ হল যখন কেউ Google, Bing এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে আপনার ব্যবসার সাথে সম্পর্কিত পণ্য বা পরিষেবা সার্চ করে তখন আপনার সাইটের দৃশ্যমানতা (visibility) বাড়ানোর প্রক্রিয়া ৷
বলাবাহুল্য, সার্চের ফলাফলে আপনার সাইটের দৃশ্যমানতা বাড়তে এটিকে প্রথম পৃষ্ঠায় র্যাঙ্ক করাতে হবে। ভিজিবিলিটি যতো বেশি হবে, তত বেশি ফ্রি (অর্গানিক) ভিজিটর (visitor) পাওয়া যায়। আর, ভিজিটর বিহীন ওয়েবসাইট যতো সুন্দর হোক না কেন মূলত সেটা মূল্যহীন।
এসইও টিপস #১ঃ কোন পৃষ্ঠায় অর্গানিক ভিজিটর পেতে হলে অব্যশ্যই ওই পৃষ্ঠাটিকে সুনির্দিষ্ট কিওয়ার্ডের জন্য সার্চ ফলাফল-এর প্রথম পৃষ্ঠায় থাকতে হবে। আর এটি করার প্রক্রিয়া হলো এসইও।
এস এম লুৎফর রাহমান, লুৎফরপ্রো
তো শুরু করা যাক একটা গল্প দিয়ে,
কামাল সাহেব একজন ক্ষুদ্র উদ্যোক্তা তিনি দেশীও প্রযুক্তিতে ইলেকট্রিক ফ্যান তৈরি করেন। এবং তার একটি ওয়েবসাইট আছে, যেখানে তৈরি সব মডেলের ফ্যানগুলির বিস্তারিত দামসহ দেয়া আছে।
অন্যদিকে জামাল সাহেবের একটি সিলিং ফ্যান দরকার। কীন্ত, অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে বাজারে গিয়ে ফ্যান কীনতে পারছেন না। তাই, তার ভরসা অনলাইন থেকে পণ্য কীনে হোম ডেলিভারি নেওয়া। গল্পে এই দুই চরিত্র একে অন্যের পরিপূরক। এখন, জামাল সাহেব গুগল এ "সিলিং ফ্যান " লিখে সার্চ দিলেন। যথারীতি , ১০ টি রেজাল্ট আসলো।
কীন্তু, কামাল সাহেব তার পণ্য জামাল সাহেবের কাছে বিক্রি করবেন কীভাবে? বিক্রি করতে হলে তো, তার ওয়েবসাইটটি জামাল সাহাবের সার্চের পর আসা ১০টি রেজাল্টের মধ্যে আসতে হবে। তাই না? কারন অনলাইনে কামাল সাহাবের মত হাজারও মানুষ তাদের তৈরি বা মজুদকৃত সিলিং ফ্যান বিক্রি করছে।
আর, এই অবস্থায় সবচেয়ে ভাল সমাধান হল এসইও বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান।
এই পোস্ট এ আমি কীছু এসইও অ্যাক্রনেম ও টার্ম ব্যবহার করেছি। সুতরাং, সমস্যা হলে এসইও অ্যাক্রনেম ও টার্ম লিস্ট পোস্টটি পড়ে নিতে পারেন।
আমরাও প্রতিনিয়ত কোনো না কোন সাইট ভিজিট করে থাকি। যেমন: আপনি এখন আমার সাইটে ভিজিট করছেন। আপনি আমার সাইটের একজন দর্শক। হয়তো, আপনি গুগল সার্চ করে আমার ব্লগ খুঁজে পেয়েছেন।কিন্তু, আমার এই লেখা কোনো দর্শকের কাছে না পৌঁছালে এই ব্লগ বা আর্টিকেল লেখা বৃথা। তাই আমাদের এসইও শিখতে হয়।
SEO বুঝতে বা শিখতে হলে ৫টি বিষয় বুঝতে হবে,
সার্চ ইঞ্জিন কী? এগুলি কীভাবে কাজ করে এটা জানাবো এই অধ্যায়ে।
ওয়েব জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম হলো সার্চ ইঞ্জিন। একটি সার্চ ইঞ্জিন হল একটি সফটওয়্যার সিস্টেম যা ওয়েব সার্চ অর্থাৎ অনলাইনে তথ্য খুঁজে পাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে । এই সার্চ ইঞ্জিনগুলো অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব তথ্য যাচাই বাছাই করে। এবং আমার যখন কোন কিছু জানতে চাই তখন কিছু রেজাল্ট প্রদর্শন করে থাকে।
আপনি যখন গুগল , বিং, ইয়াহু বা অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করে কোনো তথ্য খুঁজি তখন আমরা সার্চ বারে-এটি লিখে সার্চ দেই।
এসইও টিপস ২ঃ আমাদের সার্চ দেওয়া এসব শব্দ/ শব্দগুচ্ছ কে এসইও-র ভাষায় কীওয়ার্ড বলে।
এস এম লুৎফর রাহমান, লুৎফরপ্রো
যেকোন সার্চ করলে একটা রেজাল্ট পেজ আসে , যেখানে থাকা ওয়েব পেজগুলি মূলত আমরা ভিজিট করি, তাই না?
দ্বিতীয় পৃষ্ঠায় খুব একটা যাওয়া হয় না। অর্থাৎ, প্রথম পৃষ্ঠায় না থাকলে আপনার অন্যান্য অনেকটা শ্রম বৃথা। এটা বাস্তবতা। তাই প্রথম পৃষ্ঠায় rank করার বিকল্প নাই।
সার্চ ইঞ্জিন বেসিক - Search Engine গুলি তৈরি হয়েছে মুলত, আমাদের সঠিক তথ্য ও উপাত্ত খুজে দেবার জন্য। এখন যদি কোন সার্চ ইঞ্জিন আপনাকে ভুল বা অনাকাঙ্ক্ষিত রেজাল্ট দেয় তাহলে?
আপনি হয়ত ওই সার্চ ইঞ্জিন ব্যবহারই করবেন না। সুতরাং জনপ্রিয়তা ধরে রাখতে (SERP -এ) সবচেয়ে সঠিক Result দিতে হবে। আর সেই হিসেবে Google সেরা।
আমি এখানে গুগল কীভাবে কাজ করে সেটা বর্ণনা করেছি। কেননা যে কোনো মানদন্ডে , Google সার্চ জগতের কীং ও মোট সার্চ এর ৭৫-৮০% দখল করে আছে।
একটা বিষয় আমরা সকলেই একমত যে- প্রায় সবক্ষেত্রে আমরা সার্চ ইঞ্জিন থেকে সঠিক তথ্য পাই। তাই না?
কোন তথ্য খুঁজে দিতে হলে প্রথমে আপনাকে সেটা জানতে হয় কোথায় আছে। তাই সার্চ ইঞ্জিনগুলো অনলাইনের সকল ডকুমেন্ট, ওয়েবসাইট, টেক্সটগুলোর গুরুত্বপূর্ণ অংশ ইনডেক্স করে নেয় বা তাদের ডাটাবেসে সংরক্ষণ করে।
কিন্তু, প্রথমত সেগুলি খুজে পেতে হবে তাই না ? তারপরে সার্চ করা শব্দের সাথে মিল রেখে সেরা উত্তর বা রেজাল্টগুলো দেখাতে হবে। আমারা জানি অনলাইনে কোন টপিকে লাখ লাখ বা কোটি কোটি ওয়েবপেজ থাকতে পারে। সেগুলো থেকে কোনটিকে প্রথমে আর কোনটিকে শেষে দিবে সেটা বোঝার বা বের করার জন্য তারা কিছু Algorithm ব্যবহার করে।
আমরা গুগল সার্চের মাধ্যমে যে রেজাল্টের লিস্ট দেখি তা ৩টি ধাপে হয়ে থাকে।
সংক্ষেপে সার্চ ইঞ্জিনগুলো যেভাবে কাজ করে
আমরা ইতিমধ্যেই জানি, গুগল এবং বিং -এর মতো সার্চ ইঞ্জিনগুলি ওয়েবেপেজ ক্রল করতে, সাইট থেকে অন্য সাইটে যেতে, সেই পৃষ্ঠাগুলির সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এবং সেগুলিকে ইনডেক্স বা সূচিভুক্ত করে রাখার জন্য বট ব্যবহার করে৷ (উফফফ!)
এরপরে, অ্যালগরিদমগুলি সূচিভুক্ত থাকা পৃষ্ঠাগুলিকে বিশ্লেষণ করে, শত শত র্যাঙ্কিং ফ্যাক্টর বা সংকেত বিবেচনা করে, একটি প্রদত্ত প্রশ্নের জন্য সার্চ ফলাফলে কে কোন ক্রমে উপস্থিত হবে তা নির্ধারণ করে থাকে৷ এই কাজটি অনেকটা লাইব্রেরিয়ান এর মতো, লাইব্রেরিয়ান লাইব্রেরির প্রতিটি বই পড়েছেন এবং আপনাকে বলতে পারেন কোন বইটি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে।
আসুন জেনে নেই, জনপ্রিয় সার্চ ইঙ্গিনসমূহ কী কী। জনপ্রিয়তার দিক থাকে ক্রমিকভাবে সাজানো হল -
No | Search Engine | Details |
1 | ৯০%+ সার্চ মার্কেট দখল করে আছে। গড়ে প্রতি সেকেন্ড এ 70,000 সার্চ হয়। | |
2 | Bing | ৩৩% + US মার্কেট শেয়ার করে, কীন্তু US এর বাইরে এটা খুব একটা ব্যবহার হয় না। |
3 | Baidu | Chinese সার্চ ইঞ্জিন। চায়নাতে গুগল নিষিদ্ধ। |
4 | Yahoo! | জনপ্রিয়তা দিন দিনে কমে চলছে। সার্চ রেজাল্ট Bing থেকে pull করে। 3% মার্কেট শেয়ার করে। |
5 | Yandex | Russian, ৬৫%+ রাশিয়ান এটা ব্যবহার করে। |
6 | Ask.com | ০.৩৫ সার্চ ট্রাফিক এটি ব্যবহার করে। |
7 | DuckDuckGo | এই সার্চ ইঙ্গিন কাউকে ট্রাক করেনা। ২০১৮ সালে, প্রতিদিন গড়ে 26,754,932 সার্চ হয়েছে, যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। |
এতক্ষণে, আপনি হয়তো বুঝে গেছেন যে, ওয়েবসাইটের ট্রাফিক তথা বিক্রি বা আয় বাড়াতে এসইও অপরিহার্য। তাই এসইও শেখা গুরুত্বপূর্ণ।
এসইও কিভাবে কাজ করে? SEO একটি ওয়েবসাইটের কন্টেন্ট অপ্টিমাইজ করে, কীওয়ার্ড রিসার্চ করে এবং সেই কন্টেন্ট র্যাঙ্কিং এবং ওয়েবসাইটের দৃশ্যমানতা বাড়াতে ইনবাউন্ড লিঙ্ক তৈরি করতে কাজ করে।
এসইও করার জন্য ৮টি ধাপ অনুসরণ করা হয়,
নতুন এসইও এক্সপার্টরা মুলত শুরুতে তালগোল পাকিয়ে ফেলেন। কারন কোথায় কীভাবে শুরু করবে সেটা বুঝতে পারেন না। আর এসইও শিখতে নিজেকে দক্ষ করতে সময় লাগেবে। সুতরাং শেখা ও প্র্যাকটিস এর জন্য সময় দিতেই হবে।
আসুন দেখে নেই (ধাপে ধাপে ) কীভাবে এসইও শুরু করবেন।
কীওয়ার্ড (Keyword) হল এমন সব শব্দ বা শব্দগুচ্ছ যা সার্চ ইঞ্জিন user-রা ব্যবহার করেন। এখানে লক্ষণীয়, আপনি একটা বস্তুকে যে নামে সার্চ দেন বা চেনেন অন্যরা হয়ত সে নামে চেনে না বা সার্চ দেয় না।
ধরুন, একটি ওয়েবসাইট ইলেকট্রিক ক-ব্রান্ডের ফ্যান বিক্রি করে বা করবে। সুতরাং, ওই ওয়েবসাইটের জন্য কীওয়ার্ড " ক-ব্রান্ডের ফ্যান" হবে। কীন্তু, এখানে দেখতে হবে ক-ব্রান্ডের ফ্যান লিখে কী আসলেই মানুষ সার্চ করে।
যদি করে না থাকে তা হলে এটি রাঙ্ক করালে কী সেল হবে?
উত্তর হবে না। কেউ যদি সার্চ না দিয়েই থাকে তাহলে কোন ভিজিটর পাওয়া যাবে না। অর্থাৎ, বিক্রি হবে না।
কীওয়ার্ড রিসার্চ-এর ক্ষেত্রে দুইটি গুরুত্ব পূর্ণ টার্ম (term) আছে। সেগুলি হলঃ
কোন কীওয়ার্ডের বিপরীতে গড়ে প্রতি মাসে কতগুলি সার্চ হয়।
এটি টুলস ভেদে ০-১০০ বা ০-১০ বা ০-১ মেট্রিক্সে গননা করা হয়। Keyword Difficulty যতকম, ততো সহজ হবে প্রথম পৃষ্ঠায় আসা। তবে, ম্যানুয়ালি কম্পিটিশন যাচাই করা সবচেয়ে ভাল উপায়।
কীওয়ার্ড রিসার্চ এর জন্য আমারা বিভিন্ন টুলস ও এক্সটেনশন ব্যবহার করে থাকী। এই টুলসগুলি থেকে আমরা Keyword Difficulty (KD) ও Search Volume (SV) পাই।
নিচে সবচেয়ে জনপ্রিয় পেইড ও ফ্রি কীওয়ার্ড রিসার্চ টুলসগুলি দেওয়া হল।
অন-পেজ অপটিমাইজেশন করা হয় মূলত পূর্বে বাছাইকৃত কীওয়ার্ড দিয়ে। বস্তুত, কোন ওয়েবপেজকে বা আর্টিকেলকে নির্দিষ্ট কীওয়ার্ড এ র্যাঙ্ক করার জন্য অপ্টিমাইজেশান করতে হয়।
এই process-টি সংক্ষেপে বললে,
অফ-পেজ অপটিমাইজেশন বলতে ব্যাকলিংক বিল্ডিং বুঝায়। কিন্তু, এছাড়াও রিলেভেন্ট কীছু প্র্যাকটিস আছে যেমনঃ
একজন এসইও এক্সপার্ট -এর কাজ হল সার্চ ইঞ্জিনের এইসকল রাঙ্কিং ফ্যাক্টর জন্য অপ্টিমাইজ করা। গুগলের 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। এই পোস্টে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাক্টরগুলো তুলে ধরা হলো।
নিজেকে এসইও এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে হলে ভালভাবে এসইও-র টুকীটাকী বিষয় গুলি শিখতে হবে।
ইউটিউব ও গুগলে এই বিষয়ে প্রচুর ভিডিও ও আর্টিকেল আছে। তছাড়াও অনলাইন ও অফলাইন এ বিভিন্ন ট্রানিং প্রতিষ্ঠান এই বিষয়ে Course প্রদান করে।
আপনি, উপরের ২টি উপায়ের যে কোন একটি নিতে পারেন। কীন্তু আমার সাজেশন হবে আগে অনলাইন থেকে শিখুন পরে Course করে নিতে পারেন।
নিজে নিজ কীভাবে এসইও এক্সপার্ট হওয়া যায় সে সম্পর্কে আমার একটি পৃথক পোস্ট আছে। আশাকরি, সেটা পড়ে নিবেন।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও কোন ম্যাজিক না, একদিনে শেখা সম্ভব নয়। আবার, কোন সাইটকে একদিনেই র্যাঙ্ক করানো সম্ভব না।
এসইও শিখতে ৩- ৫ মাস সময় লাগতে পারে, কিন্তু, এখানে আপনাকে প্রতিনিয়ত নিজেকে আপ টু ডেট রাখতে হয়। কেননা অন্য সব প্রযুক্তির মত এসইও ও দ্রুত পরিবর্তনশীল। আবার নতুন বিষয় বা দক্ষতা অর্জনের ব্যপারটি থাকে, তাই আপনকে শিখতে হবে পুরো ক্যারিয়ার জুড়েই।
আবার একটি সাইটকে র্যাঙ্ক করানোর পরে সেটা ধরে রাখতেও কাজ চালিয়ে যেতে হয়। কারণ, এসইওতে ROI অন্য সব অনলাইন বিপনন মাধ্যম থেকে বেশি। আর তাই সব ব্যবাসা প্রতিষ্ঠান র্যাঙ্ক করার মাধ্যমে তাদের ভিজিটর ও বিক্রয় বাড়তে চায়।
আশাকরি, আপনার এসইও সম্পর্কে জানার চাহিদা পূরণ করতে পেরেছি। যদি তাই হয় তবে পোস্টটি শেয়ার করুন। আর আরও বিস্তারিত জানতে কমেন্ট করুন। ধন্যবাদ।
Table of Contents