এসইও শিখতে কতদিন সময় লাগে

Last Updated: 
এপ্রিল 6, 2023
আপনার স্কিল- এর উপর ভিত্তি করে বেসিক এসইও শিখতে আপনাকে ১ থকে ২ মাস দিতে হবে। আর অ্যাডভান্স এসইও শিখতে ৬-১২ মাস সময় লাগবে। কিন্তু এসইও পরিবর্তনশীল আপনার ক্যারিয়ার জুড়ে প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে।

নতুন যারা এসইও শিখছেন বা শিখবেন, তাদের মাঝে এই প্রস্নটা কমন।

আপনি ইউটিউব ভিডিও দেখে, ব্লগ পড়ে বা কোন প্রতিষ্ঠানে গিয়ে এসইও শিখতে পারেন। আর, প্রচুর চাহিদা থাকায়, এসইও ও ডিজিটাল মার্কেটিং শেখার প্রতি আগ্রহ মানুষজনের দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এসইও শিখতে কত সময় লাগবে এটা মূলত ডিপেন্ড করে, শেখার উপায় উপর। যে উপায়তে আপনি seo শিখুন না কেন মূলত সময়টা নির্ভর করবে আপনার ইনফর্মেশন কনজিউম করার ক্ষমতার উপর। মানে কত দ্রুত আপনি একটি নতুন বিষয় শিখতে পারবেন তার উপরে।

এসইও শিখতে কতদিন সময় লাগে

দ্রুত এসইও কীভাবে শিখবেন

যে কোন টেকনোলজির মতো এসইও ও প্রতিনিয়ত পরিবর্তনশীল।

একজন ডাক্তার যেমন প্রতিনিয়ত নিজেকে নতুন চিকীৎসা ও ওষুধ সম্পর্কে জানতে ও শিখতে হয়।

তেমন, আপনাকেও নতুন এসইও টেকনিক, গুগলের আপডেট ও ওয়েবসাইট টেকনোলোজি সম্পর্কে আপটুডেট থাকতে হবে।

সে যাই হোক,

সত্যি বলতে, একদম সঠিক করে কতদিন লাগবে এটা বলাটা কঠিন। তারপরও আমি চেষ্টা করছি একটি ধারণা দিতে। 

সাধারণত, 

আপনি যদি শূন্য থেকে এসইও শেখার শুরু করেন তাহলে শুধুমাত্র বেসিক এসইও পার্ট কমপ্লিট করতে এক মাস থকে তিন মাসের মত সময় লাগবে। বেসিক এসইও তে আপনাকে শিখতে হবে, এসইও কী ও কীভাবে কাজ করতে হয়। 

আর এডভান্স এসইও শিখতে আপনার সময় লাগতে পারে 6 মাস থেকে 12 মাস পর্যন্ত। এডভান্স এসইও তে আপনি শিখবেন কীভাবে ট্রাফিক বা সেল বৃদ্ধি করতে হবে। 

তবে, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এর মতো এসইওতে আপনাকে সারা জীবন নতুন নতুন বিষয় শিখতে হবে। কেননা সার্চ ইঞ্জিন গুলো প্রতিনিয়ত তাদের অ্যালগরিদম আপডেট করে, ফলে আমাদের এই আপডেট এর সাথে তাল মিলাতে নতুন কিছু শিখতে হয়।

মুলত, আপনার শেখার উপায় ও তথ্য নিয়ে সেটা মনে রাখা এবং সে অনুযায়ীয় কাজ করে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।

স্কীল লেভেলসময়কী কী শিখতে হবে
বেসিক এসইও১ মাস থকে ২ মাস সময় লাগবেসার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, সার্চ ইঞ্জিন কীভাবে করে কাজ করে, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, অফ পেজ এসইও ইত্যাদি।
এডভান্স এসইও৬ মাস থেকে ১২ মাস সময় লাগবেকমপিটিটর এনালাইসিস, টেকনিক্যাল এসইও , অ্যাডভান্স এসইও ফ্রেন্ডলি কনটেন্ট তৈরি, LSI কীওয়াড ব্যবহার ইত্যাদি।
প্রাকটিক্যাল এসইও৪ মাস থেকে ৮ মাস সময় লাগবেআপনি এখানে ওয়েবসাইটের এসইও ও কিওয়ার্ড রিসার্চ করা শিখতে হবে। একটি ওয়েব সাইটকে এসইও করার জন্য strategy তৈরি শিখতে হবে।
এসইও শিখতে কতদিন সময় লাগে

এখন,

মোটামুটি ভাবে বললে, আপনি ১ বছরের মধ্যে নিজেকে একজন full stack SEO expert হিসেবে প্রস্তুত করতে পারবেন। যদিও অনেকের ক্ষেত্রে এর থেকে কম বা বেশি সময় লাগতে পারে।

একটি সঠিক গাইড লাইন থাকলে ও Practice করার পর্যাপ্ত সুযোগ থাকলে অতি সহজেই ভাল করা সম্ভব।

এসইও শিখে আয় করতে কতদিন সময় লাগবে?

এসইও শিখে বিভিন্ন উপায়তে আয় করা যায়। ফাইবার বা অন্যান্য মার্কেটপ্লেসগুলোতে এসইওর যেকোনো একটি ক্ষুদ্র বিষয়ে ভালো ধারণা থাকলে আয় করা সম্ভব।

অনলাইন মার্কেটপ্লেস থেকে আয় সাধারণত দুই থেকে তিন মাস সময়ের মধ্যে সম্ভব হবে।

যেমন আপনি যদি শুধু ওয়েব টু ব্যাকলিংক বিল্ডিং এর উপরে দক্ষতা অর্জন করেন, তাহলে আপনি Fiverr বা SEOClerks এ একটি গিগ খুলে আরনিং শুরু করতে পারেন।

বলাবাহুল্য, মার্কেটপ্লেসে বাংলাদেশের এক্সপার্টরা তাদের দক্ষতা ও মননশীলতার পরিচয় দিয়ে আসছে।

কীন্তু দুঃখের বিষয়, অল্প কাজ জানা কীছু অসাধু মানুষের কারণে মার্কেটপ্লেসের বাঙ্গালীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

সুতরাং একজন দক্ষ এসইও এক্সপার্ট না হয়ে মার্কেটপ্লেসে কাজ করতে যাওয়া শুধু নিজের ক্ষতি না, পুরো দেশের ক্ষতি।

এসইও তে দক্ষ হতে কতদিন সময় লাগতে পারে

কোন বিষয়ে দক্ষ হতে বা নিজেকে এক্সপার্ট হিসেবে দাবি করতে একটি নির্দিষ্ট পরিমাণ experience ও জ্ঞান প্রয়োজন।

একজন এক্সপার্ট এর এসইওর সবগুলো বিষয় সুন্দর ও পরিষ্কার ধারণা রাখতে হবে।

বলাবাহুল্য এরকম ছোট বিষয় নয়। সুতরাং, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে সময় লাগবে।

একজন দক্ষ এসইও এক্সপার্ট পারেন একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠা করতে। 

তো সময়ের কথা বললে সাধারণত 6 থেকে 12 মাস সময় লাগতে পারে।

তবে কথা না বললেই নয়, এখানে আপনার মেন্টর বা শিক্ষক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

তাছাড়া প্র্যাকটিক্যাল কাজ না করে কখনোই দক্ষতা অর্জন করতে পারবেন না।

দ্রুত এসইও শিখবেন কীভাবে

আপনি মূলত ২টি উপায়ে দ্রুত এসইও শিখতে পারেন। এছাড়াও আরও উপায় থাকতে পারে।

১. ইন্টার্নিশিপের মাধ্যমে

দ্রুত এসইও হলে অবশ্যই আপনাকে কাজ করে শিখতে হবে।

এক্ষেত্রে ইন্টার্নশিপ হতে পারে সবচেয়ে দ্রুত শেখার উপায়।

বর্তমান অবস্থায় বাংলাদেশে বিভিন্ন কোম্পানি এসইও ইন্টার্ন নিয়োগ দিয়ে থাকেন।

তবে নিজে নিজে যদি দ্রুত এসইও শিখতে চান, তাহলে সঠিক গাইডলাইন ও কী কী শিখতে হবে তার একটি লিস্ট থাকা চাই। এ বিষয়ে আমি একটি পোস্ট লিখেছি আপনি চাইলে পরে নিতে পারেন। 

২. নিশ ব্লগ বা ওয়েবসাইট তৈরির মাধ্যমে

নিজের ওয়েবসাইট থাকলে আপনি বাধ্য হবেন দ্রুত শিখতে।

তাছাড়া, প্রতিনিয়ত নতুন নতুন চেলেঞ্জ ফেস করতে হবে, যেটা আপনাকে দক্ষ করে তুলবে। শুধু তাই নয়, এতে করে আপনি ডোমেন, হোস্টিং, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ব্লগ পোস্টিং, ওয়েব ডিজাইনসহ আর অনেকগুলি বিষয়ে জানতে পারবেন। যা কীনা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।

কীন্তু, অনেকগুলি এক্সট্রা বিষয়ে দক্ষ হতে বেশি সময় লাগবে। এবং, এভাবে শিখতে কীছু সমস্যাও ফেস করতে হবে। যেমন , কোন সমস্যার সমাধান নিজেই করতে হতে পারে, এটা অনেকটা ঝেমেলার।

এসইও শেখার জন্য কিছু টিপস

যদি সঠিক গাইড না থাকে, নতুন কীছু শিখতে সময় লাগবে এটা সত্য। আবার, গাইড পেলেই যে আপনি সেরা হয়ে উঠবেন সেটাও নয়।

আপনাকে কষ্ট সহ্য করতে হবে। নিয়মিত শিখতে হবে। আর সবচে গুরুত্বপূর্ণ হল, প্র্যাকটিস চালিয়ে যাওয়া।

সবশেষে, পাঠ্যবই  এর একটা গল্পের কথা মনে করিয়ে দেই, "সাইকেল চালান শিখার উপরে"। যেখানে, একজন বই পড়ে ইনফরমেশন নেন, অন্যজন সাইকেল নিয়ে প্র্যাকটিস করে চালন শিখে ফেলেন।

এসইও বলেন আর ডিজিটাল মার্কেটিং বলেন, প্র্যাকটিস না করলে দক্ষতা কোনদিনই আসবে না।

যাইহোক, ভাল লাগলে শেয়ার করে দিবেন অন্য বন্ধুদের মাঝে। প্রস্ন থাকলে কমেন্ট করুন। আর, আপনার জন্য আমার পক্ষ থেকে থাকল অনেক শুভ কামনা।

হ্যাপি লার্নিং...

S M Lutfor Rahman
S M Lutfor Rahman
Internet Marketing Professional, from Bagerhat, Bangladesh. I write and share Digital Marketing tips and tutorials in Bangla especially on SEO, Google Adsense, and Affiliate marketing. Follow this blog to equip up for the basic & latest trends of online marketing and freelancing.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 comments on “এসইও শিখতে কতদিন সময় লাগে”

  1. চমৎকার লিখেছেন ভাই। নতুন যারা এসইও শিখতে চায় তাদের জন্য অনুপ্রেরণামূলক হবে লেখাটি। শেষের কথাটি সুন্দর বলেছেন-প্রাকটিক্যাল না করে শুধু থিওরি পড়ে এই কাজটি করা সহজ হবেনা। গোছানো লেখা। ধন্যবাদ।

এই সম্পর্কিত আরও পোস্ট

জানুয়ারী 5, 2023
কিওয়ার্ড কি? কত প্রকার? কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়
ডিসেম্বর 22, 2022
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও (SEO) কি?
ডিসেম্বর 21, 2022
অন পেজ এসইও কি? কীভাবে অন পেজ অপ্টিমাইজেশন করবেন
ডিসেম্বর 5, 2022
২৫+ এসইও টার্মঃ ডেফিনেশন সহ SEO গ্রসারি
নভেম্বর 30, 2022
ঘরে বসে এসইও শেখার উপায় (নিজে নিজে SEO শেখার গাইডলাইন)
জুন 13, 2022
ইন্টারনাল লিংক কী - এর গুরুত্ব ও কীভাবে লিংকিং করবেন?
মার্চ 30, 2022
ইমেজ এসইও কী ও কীভাবে করবেন
ডিসেম্বর 5, 2020
সঠিকভাবে সাইটম্যাপ কীভাবে তৈরি ও সাবমিট করবেন?
নভেম্বর 12, 2020
এসইও (SEO) শেখার জন্য কী কী লাগবে ও জানতে হবে?
নভেম্বর 3, 2020
ওয়েব ২.০ ব্যাকলিংক গাইড: কীভাবে শক্তিশালী ওয়েব-টু লিংক বানাবেন 

Ready for Action?

Cottage out enabled was entered greatly prevent message. No procured unlocked an likewise. Dear but what she been over guy felt body.
Let's Start
envelopephone linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram