এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি অনলাইন ভিত্তিক কাজ। অর্থাৎ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশ শিখতে হলে একটি কম্পিউটার বা ল্যাপটপ লাগবে। সাথে থাকতে হবে ইন্টারনেট কানেকশন। তবে, প্রচন্ড চেষ্টা ও ধৈর্য থাকলে মোবাইল ডিভাইস ব্যবহার করব আপনি এসইও শিখতে পারেন। এ ব্যাপারে আমি একটু পরে বিস্তারিত আলোচনা করব।
কীন্তু তার আগে জেনে নেই, এই আর্টিকেলে আমি কী কী বিষয়ে আলোচনা করছি।
এসইও (SEO) শেখার জন্য কি লাগবে
ডিজিটাল মার্কেটিং বা Google SEO শিখে আয় করা অনেকেরই স্বপ্ন। এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) এর মাধ্যমে একটি ওয়েবসাইট বা কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং-এ আনার জন্য কাজ করতে হয়। অর্থাৎ, গুগল থেকে অর্গানিক (ফ্রি) ভিজিটর বৃদ্ধি করাতে হয়।
একজন Professional SEO expert হতে হলে শিখতে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞান এবং কৌশল আপনাকে আয়ত্ত করতে হবে। তবে প্রথমেই আমাদের জেনে নেওয়া উচিৎ -
এসইও শেখার জন্য কেমন পিসি লাগবে?
একজন প্রফেশনাল দিনের ৮-১৪ ঘণ্টা তার কম্পিউটার এর সাথে অতিবাহিত করেন।
আপনার ডিভাইসটি ছাড়াও ওয়েব ব্রাউজ করা, টুকিটাকি গেমস খেলা, বা ইউটিউব ভিডিও বা টিউটোরিয়াল দেখবেন, এখানে অন্য কাজ করতে পারবেন।
এটি হতে পারে একটু কম্পিউটার বা ল্যাপটপ। কনফিগারেশনের দিকে তেমন কোনো আহামরি Requirement বা কনফিগারেশন লাগবে না।
বর্তমান সময়ে স্ট্যান্ডার্ড একটি Core i3 যে কোন জেনারেশনের কম্পিউটার হলে আপনি ঝামেলা ছাড়াই এসইওর বাধাহীন কাজ করতে পারবেন।
নিছে SEO শেখার জন্য একটি আদর্শ ডিভাইসের কনফিগারেশন নিচে দেওয়া হল।
কনফিগারেশন | আদর্শ ডিভাইস | ন্যূনতম |
প্রসেসর | Core i3, 6th Gen or Above | Core i3, 3rd |
RAM | 8 GB or Up | 4 GB |
ইন্টারনেট স্পীড | 5 এমবিপিএস | ১ এমবিপিএস |
হার্ডডিস্ক | ১২০ SSD or Above | 500 GB HDD |
মনিটর | 18' or Above | 14' |
Keyboard, Mouse | মোটামুটি ভালমানের হলেই হবে | হলেই হল। |
বাজেট | ১৫ হাজার থকে ২০ হাজার টাকা | ৮ হাজার থেকে ১২ হাজার টাকা |
ল্যাপটপ বা ডেস্কটপ যাই হোক না কেন কনফিগারেশন মোটামুটি একি রকম। তবে, ডিভাইস হিসেবে আপনি যদি ডেক্সটপ কম্পিউটার ব্যবহার করেন তাহলে সেটা আপনার জন্য বেশি সুবিধাজনক হবে।
এসইও শেখার আগে যেসব বিষয় জানতে হবে
এসইও -তে মোটামুটি কম্পিউটার সম্পর্কে ধারনা থাকলেই হবে। এসইও তে বা ডিজিটাল মার্কেটিং করতে হলে ভাল ভাবে ইন্টারনেট ব্রাউজ করতে জানা উচিৎ। আপনার এসইও শিখতে কত দিন সময় লাগবে এটা নির্ভর করে, নিচে বর্ণিত প্রি - লার্নিং রিকুয়ারেমেন্ট গুলির উপরঃ-
- প্রফেশনাল ভাবে এসইও শেখা শুরু করার আগে, যে সকল বিষয়গুলো আপনাকে জানতে হবে। এর মানে এই নয় যে আপনাকে প্রফেশনাল মানের কাজ জানতে হবে, মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো অভিজ্ঞতা থাকলেই চলবে।
- আমরা জানি এটি একটি অনলাইন ভিত্তিক কাজ, সুতরাং অনলাইন সার্চিং বা সার্চ ইঞ্জিন ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। গুগলে সার্চ করা, ওয়েব সাইট পোস্ট, পেজ, লিংক ইত্যাদি কি জানা।
- অনলাইন থেকে প্রয়োজনীয় ডাটা খুজে বের করা ও সেগুলো প্রসেস করার ক্ষমতা থাকতে হবে।
- আপনি যদি এক্সপার্ট হিসেবে অনলাইনে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাইক্রোসফট এক্সেল বা গুগল শিট এর ব্যবহার জানতে হবে।
- ওয়েবসাইট আর্কীটেকচার, টেকনোলজি,সম্পর্কে ধারণা থাকতে হবে,এটি আগে না জানলে হবে এসব শিখতে শিখতে আপনি জেনে যাবেন।
আরও পড়ুনঃ
- SEO Terms: এসইও-র যে পরিভাষা সমুহ আপনাকে অবশ্যই জানতে হবে
- এসইও কী? কেন এসইও শিখবেন ও নিজেকে সার্চ ইঞ্জিন অপ্টিমিজেশন এক্সপার্ট হিসেবে গড়ে তুলবেন
- ওয়েব ২.০ ব্যাকলিংক গাইড
এসইও শেখার প্রাথমিক ধাপগুলো নিম্নরূপ
১. সার্চ ইঞ্জিনের কার্যপ্রক্রিয়া বুঝা
SEO শিখতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। সার্চ ইঞ্জিন মূলত কীওয়ার্ড অনুসারে ওয়েবসাইটগুলো ইন্ডেক্সিং এবং র্যাঙ্কিং করে। গুগল, বিং, ইয়াহুর মতো সার্চ ইঞ্জিনগুলো ব্যবহারকারীর অনুসন্ধান অনুযায়ী ওয়েবপেজগুলোর মান এবং প্রাসঙ্গিকতার উপর ভিত্তি করে র্যাঙ্ক নির্ধারণ করে।
২. কিওয়ার্ড রিসার্চ এবং অপটিমাইজেশন
SEO শিখতে গেলে কিওয়ার্ড রিসার্চ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো হল এমন শব্দ বা বাক্যাংশ যা মানুষ সার্চ করে। সঠিক কিওয়ার্ড নির্বাচন এবং সেগুলোকে কন্টেন্টে সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন। কিওয়ার্ড রিসার্চ টুলস যেমন গুগল কীওয়ার্ড প্ল্যানার, Ahrefs, এবং SEMrush ব্যবহার করে আপনি জনপ্রিয় কীওয়ার্ড খুঁজে পেতে পারেন।
৩. অন-পেজ এবং অফ-পেজ অপটিমাইজেশন
অন-পেজ এসইও হলো ওয়েবসাইটের অভ্যন্তরীণ উপাদানগুলির অপটিমাইজেশন, যেমন টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ, এবং হেডার ট্যাগস। এ ছাড়াও ওয়েবসাইটের পেজ লোড টাইম কমানো, ইন্টারনাল লিংকিং, এবং ইমেজ অপটিমাইজেশন এর মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, অফ-পেজ এসইও হলো আপনার ওয়েবসাইটের বাইরের প্রমোশন, যেমন ব্যাকলিঙ্ক তৈরি করা, সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকা, এবং গেস্ট পোস্টিং করা।
৪. এসইও টুলসের ব্যবহার
SEO-তে উন্নতি করার জন্য বিভিন্ন এসইও টুলস ব্যবহার করতে হয়। যেমন গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, এবং Ahrefs ইত্যাদি টুলস ব্যবহার করে আপনি ওয়েবসাইটের ট্রাফিক এবং পারফরম্যান্স বিশ্লেষণ করতে পারেন। এসব টুলস আপনার কন্টেন্টের গুণমান মূল্যায়নে সাহায্য করবে।
৫. নিয়মিত এসইও অডিট করা
SEO সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করার জন্য নিয়মিত এসইও অডিট করা জরুরি। এটি ওয়েবসাইটের বিভিন্ন টেকনিক্যাল ইস্যু, যেমন র্যাঙ্কিং ফ্যাক্টরস এবং ক্রল ইররস বের করে, যাতে আপনি তা ঠিক করতে পারেন।
৬. সার্চ ইঞ্জিন অ্যালগরিদম আপডেট সম্পর্কে ধারণা
গুগলের অ্যালগরিদম নিয়মিত পরিবর্তিত হয়। তাই অ্যালগরিদম আপডেট সম্পর্কে আপডেট থাকা জরুরি, বিশেষ করে গুগলের নতুন Page Experience এবং Core Web Vitals এর মতো আপডেটগুলোর প্রভাব সম্পর্কে জানতে হবে।
৭. ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং সাইটের গতি
এসইওতে সফল হতে হলে ওয়েবসাইটের ইউজার এক্সপেরিয়েন্স এবং সাইট স্পিড অপ্টিমাইজ করা জরুরি। ব্যবহারকারীদের সহজে ও দ্রুত তথ্য পাওয়া নিশ্চিত করতে ওয়েবসাইটের ডিজাইন এবং পারফরম্যান্সের উন্নতি করা প্রয়োজন।
SEO শেখার জন্য কিছু টিপস
- সঠিক গাইডলাইন অনুসরণ করা: প্রাথমিকভাবে অনলাইনে বিভিন্ন এসইও কোর্স বা টিউটোরিয়াল দেখে শেখা যেতে পারে।
- প্র্যাকটিস করা: শুধুমাত্র পড়ার মাধ্যমে নয়, নিয়মিত প্র্যাকটিস করতে হবে।
- আন্তর্জাতিক মানের ব্লগ বা ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা, যেমন Moz, Neil Patel এর ব্লগ ইত্যাদি।
এসইও শেখা একটানা শেখার বিষয়। আপনি নিয়মিত এসইও টুলস ব্যবহার করে, কনটেন্ট অপটিমাইজেশন, এবং সার্চ ইঞ্জিনের নিয়মগুলো মেনে চললে ভালো ফল পাবেন।
নতুনদের সাধারন কিছু প্রস্ন ও উত্তর
আমি নতুন কম্পিউটার কীনেছি আমি কী এসইও কাজ শিখতে পারবো?
হ্যাঁ আপনি চাইলে কাজ শিখতে পারবেন, তবে আপনি যদি এখনও কম্পিউটার ও অনলাইন ব্যবহারে দক্ষ না হয়ে ওঠেন তাহলে কীছুদিন সময় নিন এগুলি শেখার জন্য। অযথা ফেসবুক এ সময় নষ্ট না করে, গঠনমুলক কীছু পড়ুন ও শিখুন। তারপর SEO শেখা শুরু করবেন।
আমাকে ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে জানতে হবে?
এসইও শিখতে ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে আপনাকে আগে জানতে হবে না।
তবে আপনি যদি ওয়েবসাইট ডিজাইন ও আর্কীটেকচার সম্পর্কে ভাল ধারণা রাখেন তাহলে এসইও শেখার সময় ও শেখার পর বেশ সুবিধা পাবেন। লক্ষ্য করুন আমি কীন্তু ওয়েব ডিজাইন করতে চান আর কথা বলিনি ওয়েব ডিজাইন সম্পর্কে জ্ঞানের কথা বলেছি।
আর আপনি যদি এসইও শিখে অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট মার্কেটিং করার চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে টুকীটাকী ওয়েব ডিজাইন ডোমেইন-হোস্টিংসম্পর্কে জানতে হবে।
আমি কীভাবে নিজে নিজে SEO শিখতে পারব?
অনলাইনে আপনি পর্যাপ্ত পরিমাণ টিউটোরিয়াল পাবেন যা দেখে ও পড়ে আপনি এসইও শিখতে পারেন। তবে, শেখার সময় পর্যাপ্ত প্র্যাকটিসের দিকে খেয়াল রাখতে হবে।
আমার একটা আর্টিকেল আছে সেখানে আমি বর্ণনা করেছি কীভাবে আপনি নিজে নিজে বাসায় বসে এসইও শিখবেন, পারেন আশাকরি পড়ে নেবেন।
শেষকথা
নিজের লক্ষ্য ঠিক করে ফেলতে পারলে, কোন কীছুই কঠিন নয়। শুভ কামনা আপনার জন্য।
Very nice of your learning plan.
accha vaia ami SEO sikhte chacchi, but ami jotodur sunechi j er jonno domain hosting r nijer web site lage. to ami bujhteparchina j ki nam e nibo. aktu help korben vai.
প্রথমে আপনার এসইও বেসিক নেওয়া উচিৎ। তারপরে ডোমেইন ও হোস্টিং নিবেন।
ভাই আপনার লেখাগুলো থেকে অনেক কিছু বুঝতে পারছি তাই আমিও ইস ই ও শিখতে চাই আমাকে কি সাহায্য করবেন দয়া করে জানালে অনেক উপকৃত হব