এসইও শিখতে কতদিন সময় লাগে

Last Updated: 
ডিসেম্বর 24, 2024
আপনার স্কিল- এর উপর ভিত্তি করে বেসিক এসইও শিখতে আপনাকে ১ থকে ২ মাস দিতে হবে। আর অ্যাডভান্স এসইও শিখতে ৬-১২ মাস সময় লাগবে। কিন্তু এসইও পরিবর্তনশীল আপনার ক্যারিয়ার জুড়ে প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে।

নতুন যারা এসইও শিখছেন বা শিখবেন, তাদের মাঝে এই প্রস্নটা কমন।

প্রচুর চাহিদা থাকায়, এসইও ও ডিজিটাল মার্কেটিং শেখার প্রতি আগ্রহ মানুষজনের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর, আপনি ইউটিউব ভিডিও দেখে, ব্লগ পড়ে বা কোন প্রতিষ্ঠানে গিয়ে এসইও শিখতে পারেন।

এসইও শিখতে কত সময় লাগবে এটা মূলত ডিপেন্ড করে, শেখার মাধ্যম ও উপায় উপর। আবার যে উপায়তে আপনি SEO শিখুন না কেন মূলত সময়টা নির্ভর করবে আপনার ইনফর্মেশন কনজিউম করার ক্ষমতার উপর। অর্থাৎ কত দ্রুত আপনি একটি নতুন বিষয় বুঝতে ও শিখতে পারবেন তার উপরে।

এসইও শিখতে কতদিন সময় লাগে

দ্রুত এসইও কীভাবে শিখবেন

সত্যি বলতে, একদম সঠিক করে কতদিন লাগবে এটা বলাটা কঠিন। তারপরও আমি চেষ্টা করছি একটি ধারণা দিতে। 

যে কোন টেকনোলজির মতো এসইও ও প্রতিনিয়ত পরিবর্তনশীল।

একজন ডাক্তার যেমন প্রতিনিয়ত নিজেকে নতুন চিকিৎসা ও ওষুধ সম্পর্কে জানতে ও শিখতে হয়।

তেমন, আপনাকেও নতুন এসইও টেকনিক, গুগলের আপডেট ও ওয়েবসাইট টেকনোলোজি সম্পর্কে আপ-টু-ডেট থাকতে হবে। কারণ, সার্চ ইঞ্জিনগুলো আমাদের ভালো সার্ভিস অর্থাৎ সার্চ রেজাল্ট দেখাতে - তাদের অ্যালগরিদম সমূহ আপডেট বা মডিফিকেশন করেছে নিয়মিত।

সে যাই হোক, একজন Novice এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতে গেলে আপনাকে যা যা জানতে হবে সেটা বিচার করে একটি সময়কাল নির্ধারণ করা যায়।

সাধারণত, 

আপনি যদি শূন্য থেকে এসইও শেখার শুরু করেন তাহলে শুধুমাত্র বেসিক এসইও পার্ট কমপ্লিট করতে এক মাস থকে তিন মাসের মত সময় লাগবে। বেসিক এসইও-তে আপনাকে শিখতে হবে, এসইও কি ও কিভাবে কাজ করতে হয়। 

আর এডভান্স এসইও শিখতে আপনার সময় লাগতে পারে 6 মাস থেকে 12 মাস পর্যন্ত। এডভান্স এসইও তে আপনি শিখবেন কীভাবে ট্রাফিক বা সেল বৃদ্ধি করতে হবে। 

তবে, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এর মতো এসইওতে আপনাকে সারা জীবন নতুন নতুন বিষয় শিখতে হবে। কেননা সার্চ ইঞ্জিন গুলো প্রতিনিয়ত তাদের অ্যালগরিদম আপডেট করে, ফলে আমাদের এই আপডেট এর সাথে তাল মিলাতে নতুন কিছু শিখতে হয়।

মুলত, আপনার শেখার উপায় ও তথ্য নিয়ে সেটা মনে রাখা এবং সে অনুযায়ীয় কাজ করে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।

স্কিল লেভেলসময়কি কি শিখতে হবে
বেসিক এসইও১ মাস থকে ২ মাস সময় লাগবেসার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, সার্চ ইঞ্জিন কীভাবে করে কাজ করে, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, অফ পেজ এসইও ইত্যাদি। তবে এই সময়ে আপনার লক্ষ্য হবে এসইওর ব্যসিক বা ফাউন্ডেশন ঠিক করে নেয়া। কোন বিষয়ে বেসিক ধারণা নেয়ার সাথে সাথে সেটি কিভাবে করতে হয় ও কেন করবেন সেটা জানার চেষ্টা করতে হয়াবে।
এডভান্স এসইও৬ মাস থেকে ১২ মাস সময় লাগবেএডভান্স এসইও টার্মস, Ranking Strategies, কম্পিটিটর এনালাইসিস, টেকনিক্যাল এসইও, এসইও ফ্রেন্ডলি কনটেন্ট আউটলাইন, কন্টেন্টে কিওয়ার্ডের, NLP টুলস ব্যবহার, কম্পিটিটর Strategies এনালাইসিস ও ব্যবহার ইত্যাদি।
প্রাকটিক্যাল এসইও৪ মাস থেকে ৮ মাস সময় লাগবেআপনি এখানে ওয়েবসাইটের তৈরি করে বা কোন চাকুরী করে একটি সম্পূর্ণ প্রোজেক্টে এসইও প্রাকটিক্যালি ইমপ্লিমেন্ট বা প্রাকটিস করতে হবে। মুলত এই ধাপে আপনি আপনি এসইওর যে ধরনের কাজে এক্সপার্ট হতে চান সেটা নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। একজন ফুল এসইও এক্সপার্ট হতে হলে -

এখানে আপনাকে নিশ ও বায়ার জার্নি অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করা, ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্কিং করার জন্য strategy তৈরি , কন্টেন্ট আউটলাইন, ক্যালেন্ডার, ব্যাকলিংক (ব্যসিক, গেস্ট পোস্ট, PR), এসইও অডিট, টেকনিক্যাল এসইও শিখতে হবে।
এসইও শিখতে কতদিন সময় লাগে

এখানে বলে রাখা ভালো, এসইও শেখার সঠিক গাইড লাইন থাকলে ও Practice করার পর্যাপ্ত সুযোগ থাকলে অতি সহজেই ভাল করা সম্ভব।

এখন,

মোটামুটি ভাবে বললে, আপনি ১ বছরের মধ্যে নিজেকে একজন full stack SEO expert হিসেবে প্রস্তুত করতে পারবেন। যদিও সেটা বেশ কষ্টসাধ্য। অনেকের ক্ষেত্রে এর থেকে বেশি সময় লাগতে পারে। কেননা ডিজিটাল মার্কেটিং শিখতে সময় তুলনামুলক বেশি লাগে কারন এটিতে মার্কেটিং বেসিক বিভিন্ন মার্কেটিং মিডিয়ামসহ অনেকগুলো বিষয় এক সাথে শিখতে হচ্ছে।

এসইও শিখে আয় করতে কতদিন সময় লাগবে?

এসইও শিখে বিভিন্ন উপায়ে আয় করা যায়। ফাইবার বা অন্যান্য মার্কেটপ্লেসগুলোতে এসইওর যেকোনো একটি ক্ষুদ্র বিষয়ে (যেমন কিওয়ার্ড রিসার্চ, বা লিংক বিল্ডিং) ভালো ধারণা থাকলে আয় করা সম্ভব।

অনলাইন মার্কেটপ্লেস থেকে আয় সাধারণত দুই থেকে তিন মাস সময়ের মধ্যে সম্ভব হবে।

যেমনঃ আপনি যদি শুধু ওয়েব টু ব্যাকলিংক বিল্ডিং এর উপরে দক্ষতা অর্জন করেন, তাহলে আপনি Fiverr বা SEOClerks এ একটি গিগ খুলে আরনিং শুরু করতে পারেন।

বলাবাহুল্য, মার্কেটপ্লেসে বাংলাদেশের এক্সপার্টরা তাদের দক্ষতা ও মননশীলতার পরিচয় দিয়ে আসছে। তবে বর্তমান সময়ে কাজ পাওয়া বেশ মুশকিল। এই ক্ষেত্রে শতকারা ২০% মানুষ সফল হন কিনা সেটা আলোচনার বিষয়।

আবার, দুঃখের বিষয়, অল্প কাজ জানা কীছু অসাধু মানুষের কারণে মার্কেটপ্লেসের বাঙ্গালীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সুতরাং একজন দক্ষ এসইও এক্সপার্ট না হয়ে মার্কেটপ্লেসে কাজ করতে যাওয়া শুধু নিজের ক্ষতি না, পুরো দেশের ক্ষতি।

এছাড়াও, ব্লগিং করে বা এফিলিয়েট মার্কেটিং করে ঘরে বসে আয় করা সম্ভব। আর নিজের সাইট করে সার্ভিস বা পণ্য বিক্রয়ের সুযোগতো থাকছেই।

এসইও তে দক্ষ হতে কতদিন সময় লাগতে পারে

কোন বিষয়ে দক্ষ হতে বা নিজেকে এক্সপার্ট হিসেবে দাবি করতে একটি নির্দিষ্ট পরিমাণ experience ও জ্ঞান প্রয়োজন।

একজন এক্সপার্ট এর এসইওর সবগুলো বিষয় সুন্দর ও পরিষ্কার ধারণা রাখতে হবে।

বলাবাহুল্য এরকম ছোট বিষয় নয়। সুতরাং, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে সময় লাগবে।

একজন দক্ষ এসইও এক্সপার্ট পারেন একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠা করতে। 

তো সময়ের কথা বললে সাধারণত 6 থেকে 12 মাস সময় লাগতে পারে।

তবে একটি কথা না বললেই নয়, এখানে আপনার মেন্টর বা শিক্ষক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

তাছাড়া প্র্যাকটিক্যাল কাজ না করে কখনোই দক্ষতা অর্জন করতে পারবেন না।

দ্রুত এসইও শিখবেন কীভাবে

আপনি মূলত ২টি উপায়ে দ্রুত এসইও শিখতে পারেন। এছাড়াও আরও উপায় থাকতে পারে।

১. ইন্টার্নিশিপের মাধ্যমে

দ্রুত এসইও হলে অবশ্যই আপনাকে কাজ করে শিখতে হবে।

এক্ষেত্রে ইন্টার্নশিপ হতে পারে সবচেয়ে দ্রুত শেখার উপায়।

বর্তমান অবস্থায় বাংলাদেশে বিভিন্ন কোম্পানি এসইও ইন্টার্ন নিয়োগ দিয়ে থাকেন।

তবে নিজে নিজে যদি দ্রুত এসইও শিখতে চান, তাহলে সঠিক গাইডলাইন ও কী কী শিখতে হবে তার একটি লিস্ট থাকা চাই। এ বিষয়ে আমি একটি পোস্ট লিখেছি আপনি চাইলে পরে নিতে পারেন। 

২. নিশ ব্লগ বা ওয়েবসাইট তৈরির মাধ্যমে

নিজের ওয়েবসাইট থাকলে আপনি বাধ্য হবেন দ্রুত শিখতে।

তাছাড়া, প্রতিনিয়ত নতুন নতুন চেলেঞ্জ ফেস করতে হবে, যেটা আপনাকে দক্ষ করে তুলবে। শুধু তাই নয়, এতে করে আপনি ডোমেন, হোস্টিং, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ব্লগ পোস্টিং, ওয়েব ডিজাইনসহ আর অনেকগুলি বিষয়ে জানতে পারবেন। যা কীনা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।

কিন্তু, অনেকগুলি এক্সট্রা বিষয়ে দক্ষ হতে বেশি সময় লাগবে। এবং, এভাবে শিখতে কিছু সমস্যাও ফেস করতে হবে। যেমনঃ নিশ রিসার্চ ও বেছে নেওয়া, ওয়েবসাইট ডিজাইন ইত্যাদি। নতুনদের বাজেট না থাকলে এই সমস্যার সমাধান নিজেই করতে হতে পারে, এটা অনেকটা ঝেমেলার।

এসইও শেখার জন্য কিছু টিপস

যদি সঠিক গাইড না থাকে, নতুন কি ছু শিখতে সময় লাগবে এটা সত্য। আবার, গাইড পেলেই যে আপনি সেরা হয়ে উঠবেন সেটাও নয়।

আপনাকে কষ্ট সহ্য করতে হবে। নিয়মিত শিখতে হবে। আর সবচে গুরুত্বপূর্ণ হল, প্র্যাকটিস চালিয়ে যাওয়া।

সবশেষে, পাঠ্যবই এর একটা গল্পের কথা মনে করিয়ে দেই, "সাইকেল চালান শিখার উপরে"। যেখানে, একজন বই পড়ে ইনফরমেশন নেন কিন্তু শেখার জন্য কিছুই করেন না, অন্যজন সাইকেল নিয়ে প্র্যাকটিস করে চালন শিখে ফেলেন। প্রথমজন আসলে কি সাইকেল চালাতে পারবেন কিনা সেটা বুঝতে কারো কষ্ট হবার কথা নয়।

এটা বলা যায় এসইও বলেন আর ডিজিটাল মার্কেটিং বলেন, প্র্যাকটিস না করলে দক্ষতা কোনদিনই আসবে না।

যাইহোক, ভাল লাগলে শেয়ার করে দিবেন অন্য বন্ধুদের মাঝে। প্রস্ন থাকলে কমেন্ট করুন। আর, আপনার জন্য আমার পক্ষ থেকে থাকল অনেক শুভ কামনা।

হ্যাপি লার্নিং...

S M Lutfor Rahman
S M Lutfor Rahman
Hailing from Bagerhat, Bangladesh, Specializing in SEO, Google Adsense, and Affiliate Marketing, my expertise is grounded in both practical application and continuous learning.I'm your Bangla-speaking guide to online marketing mastery! I devour digital knowledge and translate it into bite-sized tutorials. Whether you're a curious newbie or a seasoned pro, this blog equips you with the latest trends and actionable tips to conquer the online world, Bangladeshi style.Join our supportive community and let's unlock your digital potential together!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 comments on “এসইও শিখতে কতদিন সময় লাগে”

  1. চমৎকার লিখেছেন ভাই। নতুন যারা এসইও শিখতে চায় তাদের জন্য অনুপ্রেরণামূলক হবে লেখাটি। শেষের কথাটি সুন্দর বলেছেন-প্রাকটিক্যাল না করে শুধু থিওরি পড়ে এই কাজটি করা সহজ হবেনা। গোছানো লেখা। ধন্যবাদ।

এই সম্পর্কিত আরও পোস্ট

Ready for Action?

এসইও বা ডিজিটাল মার্কেটিং করে আপনার ওয়েবসাইটের র‍্যাঙ্কিং, ভিজিটর  বা সেল বৃদ্ধি করতে চান? আমাদের সাথে যোগাযোগ করুন। 
Let's Start
envelopephone linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram