এসইও (SEO) পূর্ণরুপ Search Engine Optimization, এর সাহায্যে ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন থেকে অর্গানিক ট্র্যাফিক বা ভিজিটর বৃদ্ধি করা হয়। এটি শেখা সহজ আবার গ্লোবাল ও বাংলাদেশে চাকুরী বা ফ্রিলান্সিং ক্যারিয়ার হিসেবে এসইও বেশ চাহিদাও প্রচুর তাই এসইও শেখার জনপ্রিয়তা সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে বাড়ছে। এছাড়াও এটি এমন একটি স্কিল যা ডেভেলপ করতে পারলে নিজের অনলাইন বিজনেস এর মার্কেটিং করা ও ব্লগিং করে আয় করা যায় (অ্যাডসেন্স ও অ্যাফিলিয়েট মার্কেটিং করে)।
অনলাইন জগতে এসইও ছাড়া সেলস ও মার্কেটিং ডিপার্টমেন্ট এর কাজ কল্পনাও করা সম্ভব নয়। কেননা এটি পুল বা ইনবাউন্ড মার্কেটিং এর সবচেয়ে ভাল উপায়।
কোন ব্যবসার ডিজিটাল মার্কেটিং করার মূল লক্ষ্য হল টার্গেটেড মানুষের কাছে তার পন্য বা সার্ভিস এর প্রচারণা করা। আর, সার্চ ইঞ্জিন মার্কেটিং করে বিনামূল্যে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছান সম্ভব।
কোন ব্যবসার অনলাইন মার্কেটিং অথবা ব্লগিং এর কাজের জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
আমারা অনেকেই এসইও সম্পর্কে শুনিছি কিন্তু অনেকেই জানিনা এই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কিভাবে কাজ করে।
এই আর্টিকেলে আমরা জানবো কিভাবে ঘরে বসে সহজেই এটি শিখে ফেলতে পারেন। কখন কি শিখবেন? কেন শিখবেন? কীভাবে একজন এসইও এক্সপার্ট হওয়া যায়? - নিচে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করছি।
এই আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন;
- এসইও কি ও কীভাবে কাজ করে
- কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়;
- কিভাবে কন্টেন্ট অপ্টিমাইজ করতে হয়;
- কিভাবে এক্সটার্নাল ও ইন্টারনাল লিঙ্ক তৈরি করতে হয়;
- ওয়েবসাইটের মেট্রিক্স এবং এনালাইটিইক্স ট্র্যাক করার উপায় এবং
- কিভাবে অন-পেজ এসইও এর এলিমেন্ট অপ্টিমাইজ করতে হয়।
এখন, আমাদের আগে জানতে হবে এসইও কি।
এসইও কি?
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে প্রতি সেকেন্ডে গড়ে 99,000 বার সার্চ করা হয়। দিনের হিসেব করলে সেটি ৮.৫৫ বিলিয়ন। মানুষ তার প্রয়োজনিও তথ্য, সার্ভিস ও কেনা- কাঁটা করতে গুগল সার্চ ব্যবহার করে। আর এ জন্য় সবাই চায় মানুষের করা ওই সার্চ রেজাল্টের প্রথম পৃষ্ঠায় যেন তার ওয়েবসাইটটি থাকে।
আর এখনেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর উৎপত্তি।
SEO stands for “search engine optimization.” In simple terms, it means the process of improving your site to increase its visibility for relevant searches. The better visibility your pages have in search results, the more likely you are to garner attention and attract prospective and existing customers to your business.
source: What Is SEO
প্রথমে SEO এর সংজ্ঞা এবং সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এগুলি সম্পর্কে জানলে এসইও কি তা বুঝতে সহজ হবে। এসইও হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ওয়েবসাইটের একটি পেজকে একটা সুনির্দিষ্ট কিওয়ার্ড বা ফ্রেজ (যেমন - বাংলাদেশের সেরা এসইও এক্সপার্ট) এর ভিত্তিতে সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসা হয়।
তার মানে দাঁড়ালো, এসইও হল এমন একটি উপায় বা উপায়র সমষ্টি, যার মাধ্যমে আপনি আপনার ওয়েবপেজকে কোন বিশেষ টার্ম (কীওয়ার্ডে) প্রথম পৃষ্ঠায় আনবেন।
আর, আপনার সময় দিতে হবে শেখার ও প্র্যাকটিস এর জন্য।
এসইও শেখার আগে, কিছু সাধারণ এসইও phrase আছে যেগুলি সম্পর্কে ধারণা থাকা খুব জরুরি-
চলুন দেখে নেয়া যাক সেই এসিও টার্মস কি কি।
- ব্যাকলিংকস (Backlinks): ব্যাকলিংকসকে ইনবাউন্ড লিঙ্ক হিসাবেও চেনে। এটি হলো অন্য কোনো ওয়েবসাইট থেকে আসা এমন এক্সটার্নাল লিঙ্ক, যা ব্যবহারকারীকে একটি ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসে। ভালো মানের ব্যাকলিংক আপনার ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি এবং সার্চ ইঞ্জিন র্যাংকিং উন্নত করতে সাহায্য করে।
- ক্লিক-থ্রু রেট (Click-through Rates - CTR): CTR বা ক্লিক-থ্রু রেট হলো এমন একটি পরিমাপ, যা নির্ধারণ করে কতজন মানুষ সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট দেখার (Impression) পর সেটিতে ক্লিক করেছে। উদাহরণস্বরূপ, যদি ১০০ জন আপনার সাইট দেখে এবং ১০ জন ক্লিক করে, তাহলে আপনার CTR হবে ১০%।
- হোয়াইটহ্যাট এসইও (Whitehat SEO): হোয়াইটহ্যাট এসইও হলো সঠিক এবং গ্রহণযোগ্য পদ্ধতিতে ওয়েবসাইটের র্যাংক বৃদ্ধি করা। এটি সার্চ ইঞ্জিনের নিয়ম অনুসরণ করে দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হয়। উদাহরণস্বরূপ, মানসম্মত কন্টেন্ট তৈরি করা, প্রাসঙ্গিক ব্যাকলিংক সংগ্রহ, এবং সাইটের লোডিং স্পিড উন্নত করা।
- ব্ল্যাকহ্যাট এসইও (Blackhat SEO): যখন সার্চ ইঞ্জিনের নিয়ম ভঙ্গ করে অসাধু পদ্ধতিতে একটি ওয়েবসাইটের র্যাংক বৃদ্ধি করা হয়, তখন সেটিকে ব্ল্যাকহ্যাট এসইও বলে। উদাহরণস্বরূপ, স্প্যাম লিঙ্ক তৈরি করা, কিওয়ার্ড স্টাফিং (অতিরিক্তভাবে কিওয়ার্ড ব্যবহার করা)। এটি স্বল্পমেয়াদে ফল দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আপনার ওয়েবসাইটকে শাস্তির মুখোমুখি করতে পারে।
- ক্রলিং (Crawling): ক্রলিং হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে সার্চ ইঞ্জিনের বট বা প্রোগ্রাম (যাকে crawler বা spider বলা হয়) ওয়েবসাইটের পেজ স্ক্যান করে এবং এর ডেটা সংগ্রহ করে। এটি সার্চ ইঞ্জিনকে বুঝতে সাহায্য করে একটি ওয়েবসাইটে কী ধরনের কন্টেন্ট রয়েছে।
- ইনডেক্সিং (Indexing): ইনডেক্সিং হলো সার্চ ইঞ্জিন একটি ওয়েবসাইটের ডেটা সংগঠিত করে সার্চের জন্য প্রস্তুত করে রাখার প্রক্রিয়া। ক্রলিংয়ের মাধ্যমে ডেটা সংগ্রহের পর সার্চ ইঞ্জিন সেই ডেটা একটি ডাটাবেসে সংরক্ষণ করে এবং প্রাসঙ্গিক সার্চে প্রদর্শন করে।
- বাউন্স রেট (Bounce Rate): বাউন্স রেট হলো এমন একটি পরিমাপ, যা নির্ধারণ করে কতজন ব্যবহারকারী একটি ওয়েবসাইটে ঢোকার পর কোনো প্রকার কার্যকলাপ (ক্লিক, স্ক্রল ইত্যাদি) না করে সরাসরি ওয়েবসাইট ছেড়ে চলে গেছে। উচ্চ বাউন্স রেট মানে ব্যবহারকারীরা আপনার ওয়েবসাইটে আগ্রহ পাচ্ছে না।
- এসইও কিওয়ার্ডস (SEO Keywords): এসইও কিওয়ার্ডস হলো নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ, যা ব্যবহারকারীরা সার্চ ইঞ্জিনে খুঁজে। আপনার ওয়েবসাইটে এই কিওয়ার্ডগুলোর সঠিক ব্যবহার সার্চ ইঞ্জিনে আপনার র্যাংক বাড়াতে সাহায্য করে।
- অর্গানিক ট্রাফিক (Organic Traffic): অর্গানিক ট্রাফিক হলো সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিনামূল্যে ওয়েবসাইটে আসা দর্শকদের সংখ্যা। এটি কোনো অর্থপ্রদানের বিজ্ঞাপনের (paid ads) মাধ্যমে নয়, বরং এসইও কৌশল ব্যবহার করে প্রাপ্ত হয়।
এসইও কেন করতে হয়
এসইও এর প্রধান লক্ষ্য হচ্ছে সার্চ ইঞ্জিন হতে ওয়েবসাইটের ভিজিটরের সংখ্যা বাড়ানো এবং গুরুত্ব পূর্ণ কিওয়ার্ডে ওয়েবসাইটটিকে সার্চ রেজাল্টের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসা।
যে কোন ওয়েবসাইটে এসইও করার ফলে সার্চ ইঞ্জিন সেই ওয়েবসাইটের কন্টেন্টের বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারনা পায় এবং ফলস্বরুপ ওয়েবসাইটটিতে ভিজিটর এর পরিমাণ বাড়তে থাকে। সুতরাং কোন ওয়েবসাইট থেকে আয় করতে হলে বা অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ব্যবহার করতে হবে।
উদাহরণস্বরুপ, কেউ যদি ফ্লিল্যান্সিং এর উপর একটি ব্লগ পোস্ট লিখতে চায়, এবং পোস্টটিকে এসইও করে তা থেকে আয় করতে চায় তাহলে তাকে কিছু বিষয় জনাতে হবে। প্রথমে তাকে দেখতে হবে ফ্লিল্যান্সিং এর উপর অনলাইনে কি পরিমানে সার্চ করা হয়েছে, Keyword কি হতে পারে।
এছাড়াও ফ্রিল্যান্সিং এর উপর সার্চ ইঞ্জিনে কি পরিমান পোস্ট রয়েছে, নির্বাচিত কীওয়ার্ড এর ভ্যালুর পরিমাণ, সেই কীওয়ার্ড নিয়ে এসইও করে পোস্ট র্যাংক করলে ভিজিটর পাওয়ার সম্ভাবনা কতটা থাকবে এবং সবশেষে পোস্টটি থেকে আয়ের পরিমান কেমন হবে ইত্যাদি বিষয়েগুলোর উপর রিসার্চ করতে হবে।
বর্তমানে বেশির ভাগ প্রতিষ্ঠান সার্চ ইঞ্জিনে তাদের ওয়েবসাইটের র্যাঙ্কিং বৃদ্ধি করার জন্যে এসইওকে একটি গুরুত্বপূর্ণ বিপণন কৌশল হিসেবে ব্যবহার করছে।
মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে দেখলে বলা যায় যে একটি ওয়েবসাইটের ভিজিবিলিটি যত বাড়বে, তার লিড, গ্রাহক এবং ইনকামের পরিমাণও ততো বাড়বে। আর তাই, বেশিরভাগ সংস্থাই এখন সোশ্যাল মিডিয়ার পরেই, এসইওকে তাদের বিপণন কৌশলের একটি প্রাথমিক উপাদান হিসাবে তালিকাভুক্ত করেছে। সুতরাং বিপণন কৌশলের জন্য এসইও শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুতরাং অনলাইন মার্কেট থেকে আয় করতে হলে বা ওয়েবসাইটকে জনপ্রিয় করতে হলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোনো বিকল্প নেই।
সার্চ ইঞ্জিন কী ও কীভাবে কাজ করে
সার্চ ইঞ্জিন হল একটি সফটওয়ার বা এপ্লিকেশন যা ব্যবহারকারীদের অনলাইনে তথ্য খুঁজে পেতে সাহায্য করে। Google হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। Google এর সার্চ বক্সে কিছু লিখে সার্চ দিলে চোখের পলকে যে কোন বিষয়ে হাজার হাজার তথ্য চলে আসবে। Google ছাড়াও আরো কিছু সার্চ ইঞ্জিন রয়েছে যেমনঃ Bing, Ask, Yahoo, DuckDuckGo, Yandex ইত্যাদি।
সার্চ ইঞ্জিন যেভাবে কাজ করে
সার্চ ইঞ্জিনে সবচেয়ে ভালো ফলাফল দেখানোর জন্যে প্রতিটি সার্চ ইঞ্জিনের নিজস্ব কিছু ফর্মুলা থাকে, যেগুলোকে Algorithm বলে। কোন keyword এর জন্য সার্চ রেজাল্টে ওয়েবসাইটের কনটেন্ট কেমন হবে, ওয়েবসাইট গুলোর ranking কি হবে এই সিদ্ধান্তগুলো এলগোরিদম এর উপর নির্ভর করে।
সুতরাং সার্চ ইঞ্জিন এর প্রধান কাজ হলো ব্যবহারকারী যে কীওয়ার্ড দিয়ে সার্চ করে তার সঠিক তথ্য প্রদান করা। সাধারণত ৩ টি প্রক্রিয়ায় এ কাজটি করা হয়।যথাঃ Crawling, Indexing এবং Ranking।
Crawling
Crawling হল এমন প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইট এর সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়। Crawling এর মাধ্যমে একটি সার্চ ইঞ্জিন স্পাইডার বা বট একটি ওয়েবসাইট ক্রল করে প্রতিটি পৃষ্ঠার তথ্য সংগ্রহ করে। এর সাহায্যে ওয়েবসাইটের বিভিন্ন তথ্য যেমন টাইটেল, h1 ট্যাগ, ছবি, কীওয়ার্ড এবং লিঙ্ক ইত্যাদ ছাড়াও নতুন বা আপডেট করা ওয়েব কনটেন্টের তথ্য সংগ্রহ করা হয়।
Indexing
সার্চ ইঞ্জিন এর স্ক্যান করা ওয়েবসাইট গুলোর সম্পূর্ণ তথ্যগুলোকে ডাটাবেজ এর মধ্যে জমা রাখাকে Indexing বলে। এর ফলে, ব্যবহারকারী সার্চ ইঞ্জিনে সার্চ করার সাথে সাথে ডাটাবেজ থেকে তথ্য সংগ্রহ করে দেখানো যায়। সার্চ ইঞ্জিন গুলো ইন্টারনেটে্র সকল ওয়েবসাইট এর তথ্য crawl ও index করে রাখে।
Ranking
সার্চ ইঞ্জিন এর তৃতীয় এবং শেষ প্রক্রিয়া হলো Ranking, যার মাধ্যমে website ranking করা হয়। যেই ওয়েবসাইট এর Ranking যত ভালো হবে সেই কন্টেন্টটি সার্চ রেজাল্টের সাবার উপরে দেখাবে। অনূরুপভাবে Ranking ভালো না হলে ওয়েবসাইটটিইকে প্রথম পৃষ্ঠায় দেখাবে না। সুতরাং সার্চ রেজাল্ট এ ওয়েবসাইটের তালিকা গুলোতে কোন ওয়েবসাইটটি আগে থাকবে এবং কোনটি নিচে থাকবে, সেটা Ranking মাধ্যমেই নির্ধারণ করা হয়।
কীভাবে এসইও শেখবেন নিজে নিজে (Learn to do SEO yourself)
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (SEO) শেখার কোন আদর্শ উপায় নেই। LutforPro-এ কাজ করা যে কাউকে জিজ্ঞাসা করুন কিভাবে তারা SEO তে শুরু করেছে, এবং আপনি অনেক ভিন্ন গল্প পাবেন।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কতগুলি স্ট্র্যাটেজি মেনে করতে হয়। এখন আমরা গুরুত্বপুর্ন ৫টি এসইও স্ট্র্যাটেজি বা কৌশল নিয়ে আলোচনা করবো।
১. বিভিন্ন SEO টাইপ সম্পর্কে জানুন
এখন আপনি SEO কি জানেন, পরবর্তী ধাপ হল এটি কিভাবে কাজ করে তা শিখতে হবে।
একটি ওয়েবসাইট অপ্টিমাইজ করার সময় 255 টিরও বেশি এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে এবং রেফারেন্সের সহজতার জন্য সেগুলিকে কয়েকটি সাব-প্রসেসে বিভক্ত করা হয়েছে।
- অন-পেজ এসইও - কন্টেন্ট অপ্টিমাইজেশন, ইমেজ এসইও, ইন্টারনাল লিংক ইত্যাদি কাজ গুলি অনপেজ এসইওর অন্তর্গত। অনপেজ এসইও অনেক গুরুত্বপূর্ণ কারণ এটার মাধ্যমে আমরা কিওয়ার্ড-এর জন্য কোন একটি পেজের content অপ্টিমাইজেশন করতে পারি। নিশ্চিত করতে পারি যে, কোন পেজ থেকে কোন কিওয়ার্ডে রাঙ্ক করবে।
- অফ-পেজ এসইও - ওয়েবসাইটকে গুগলের প্রথম পৃষ্ঠায় আনতে অফপেজ এসইও করতে পারা জরুরী। কোন ওয়েবসাইকে রাঙ্ক করাতে ব্যাকলিংক, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্তাদির মতো যে কাজ করা হয় সেগুলকে অফ পেজ এসইও বলে।
- টেকনিক্যাল এসইও- কোন সাইটের স্ত্রাকচার, স্পিড, লিংক এর বিন্ন্যাস ও কন্টেন্ট যেন সার্চ ইঞ্জিন সহজে ইনডেক্স করতে পারে, সেটা নিশ্চিত করতে যে কাজসমূহ করা হয় সেগুলিকে টেকনিক্যাল এসইও বলে।
২. কিওয়ার্ড রিসার্চ (Keyword Research) শিখুন
যে শব্দ বা বাক্য লিখে search engine এ সার্চ করা হয়, তাকে কীওয়ার্ড বলে। সার্চ করা কীওয়ার্ড টির সাথে যেসব ওয়েবসাইটের টাইটেল, ডেস্ক্রিপশন এবং কনটেন্ট মিলে যায়, সেই ওয়েবসাইট গুলোকে সার্চ ইঞ্জিন এর রেজাল্ট পেজে দেখানো হয়। শুধুমাত্র keyword এর সাথে relevant কনটেন্ট গুলোই search result এর মধ্যে দেখানো হয়।
কোনো ব্লগ বা ওয়েবসাইটের এসইও করতে হলে প্রথমে এর কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক, এমন কীওয়ার্ড গুলো বাছাই করে সেগুলো নিয়ে রিসার্চ করতে হবে। গুগলের সাহায্যে এই কাজটি খুব সহজেই করা যায়। গুগলের সার্চ বারে কীওয়ার্ড লিখলে এর অটোমেটিক কিছু সাজেশন আসে। যেমনঃ
এছাড়া গুগল পেজের নিচে কিছু রিলেটেড কিওয়ার্ড ( বা প্রাসঙ্গিক টপিক) সাজেশন দেয়া থাকে। যেমনঃ
উপরে বর্ণিত জায়গাগুলো থেকে কীওয়ার্ড রিসার্চ করলে, খুব সহজেই যে কোনো কন্টেন্টের জন্যে প্রাসঙ্গিক ও সেরা কীওয়ার্ড নির্বাচন করা যাবে।
এছাড়া, কিওয়ার্ড নির্বাচিনের সময় নিম্নবর্ণিত গুরুত্বপূর্ন বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
- কিওয়ার্ড এর বাক্যাংশ কতটা জনপ্রিয় তা যাচাই করতে হবে। এটি একটি কীওয়ার্ডের সার্চ ভলিউম দেখে বোঝা যায়। কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখতে Keyword Surfer (ফ্রি) বা WMS Everywhere (ফ্রী) এক্সটেনশন ব্যবহার করতে পারেন।
- কিওয়ার্ড এর লেভেল অফ কম্পিটিশন এর কেমন সেটা দেখতে হবে। স্কোর কম হলে র্যাঙ্ক করা সহজ হয় । কম্পিটিশন এনালাইসিস করতে আপনাকে ওই কিওয়ার্ডে র ্যাংক করে থাকা ১০টি ওয়েবসাইট এর কন্টেন্ট এর মান, ওয়ার্ড কাউন্ট, ব্যাকলিংক, ইমেজ ও গ্রাফিক্স এবং সাইটগুলোর অথোরিটি ইত্যাদি বিষয় বিবেচনা করতে হবে।
৩. কন্টেন্ট অপটিমাইজেশান করতে শিখুন
কীওয়ার্ডটি কন্টেন্টের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক কিনা তা দেখতে হবে।
কীওয়ার্ড নির্বাচন করার পর সেটিকে কন্টেন্টের সঠিক স্থানে অন্তর্ভুক্ত করতে হবে। কন্টেন্টের শিরোনামের প্রথম বাক্যাংশটি অবশ্যই কীওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। বিষয়বস্তুর প্রথম কয়েকটি বাক্যের মধ্যে এবং মেটা ডেস্ক্রিপশন এর শুরুতে কীওয়ার্ড এর উপস্থিতি নিশ্চিত করতে হবে।
বিষয়বস্তুর মান কেমন হবে তার উপর নির্ভর করে ওয়েবসাইটের র্যঙ্কিং কেমন হবে। কন্টেন্ট অপটিমাইজেশান এর জন্যে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে তা হলো।
- কন্টেন্ট এর টপিক অবশ্যই জনপ্রিয় এবং সহজবোধ্য হতে হবে যেন সার্চ ইঞ্জিন ক্রলাররা সহজেই বুঝতে পারে।
- সুন্দর ও শ্রুতিমধুর টাইটেল নির্বাচন করতে হবে।
- দীর্ঘ অনুচ্ছেদগুলোতে একঘেয়েমি কাটাতে বুলেট চিহ্ন এবং ছোট ছোট বাক্যের ব্যবহার করতে হবে।
- বিষয়বস্তু অবশ্যুই প্রাসঙ্গক ও তথ্যবহুল হতে হবে।
- সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক পেতে হলে নিয়মিত কন্টেন্ট আপডেট করতে হবে। কারন Google প্রতিনিয়ত নতুন ও আপডেট করা তথ্যগুলো সংগ্রহ করে।
এসইও করার সময় আরেকটি গুরুত্বপূর্ন বিষয় খেয়াল রাখতে হবে, কন্টেন্টটি যেন দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারে। এজন্যে ছবি, চার্ট, এবং ভিডিও যোগ করা যেতে পারে কারন এগুলো দর্শকদের বেশি সময় ধরে রাখে।
৪. Technical এসইও করা শিখুন
কীওয়ার্ড এবং কন্টেন্ট ছাড়াও, এসইও এর জন্য ওয়েবসাইটের প্রযুক্তিগত বিষয়গুলিকেও অপ্টিমাইজ করতে হবে। টেকনিক্যাল এসইও এর উপরে এখন আমরা বিশদ আলোচনা করবো।
লোডিং স্পিড
টেকনিক্যাল এসইও এর জন্যে সর্বপ্রথম ওয়েবপেজের লোডিং স্পিডকে অপ্টিমাইজ করতে হবে। ওয়েবসাইটের গতি কম হলে র্যঙ্কিং ও খারাপ হয়। ইমেজ অপ্টিমাইজশন সাইটের গতি বৃদ্ধি করতে সাহায্য করে। তবে বড় সাইজের ছবি সাইটের গতি কমিয়ে দেয়। এক্ষেত্রে কম্প্রেশন টুল দিয়ে ছবিকে কম্প্রেস করে ওয়েবপেজে আপলোড করতে হবে।
সাইটের অ্যাড-অন এবং প্লাগইনগুলি্র ব্যবহার সীমিত করতে হবে। কারণ এগুলো সাইটের গতি কমিয়ে দেয়। প্রয়োজনীয় অ্যাড-অন এবং প্লাগইনগুলি সবসময় আপ টু ডেট রাখতে হবে এবং অপ্রয়োজনীয় গুলো আনইনস্টল করতে হবে।
ব্রোকেন ও ডেড লিঙ্ক
ব্রোকেন লিঙ্ক হল ওয়েবপৃষ্ঠার এমন একটি লিঙ্ক যা কাজ করে না। আর ডেড লিঙ্ক হলো এমন একটি ওয়েবপেজের লিঙ্ক যেটি বর্তমানে আর নেই অর্থাৎ পেজটিকে পরিবর্তন করা হয়েছে অথবা স্থায়ীভাবে সরানো হয়েছে। এই লিঙ্কগুলি ভিজিটরদের জন্যে বিরক্তির কারন হয় এবং সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের র্যাঙ্ক কমে যায়। আর তাই এসইও করার সময় নিয়মিত লিঙ্কগুলি চেক করতে হবে যেন সেখানে ব্রোকেন অথবা ডেড লিঙ্ক না থাকে।
HTTPS এর ব্যবহার
ওয়েবসাইটের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওয়েব লিঙ্কে HTTPS ব্যবহার করার অর্থ হচ্ছে ওয়েবসাইটটি সুরক্ষিত আছে। আর ভিজিটররা এটা দেখে বুঝতে পারে যে তাদের তথ্য হ্যাকার এবং অন্যান্য ম্যালওয়্যার ভাইরাস থেকে নিরাপদ থাকবে।
মোবাইল-ফ্রেন্ডলি সাইট
মোবাইল-ফ্রেন্ডলি সাইটগুলো এসইওর জন্য ভালো। এটি একটি র ্যাংকিং ফ্যাক্টর। তাই এসইও করার সময় সাইটটিকে মোবাইল-বান্ধব করে তুলতে হবে।
মোবাইলের জন্যে সহজে পড়া যায় এমন ফন্ট ব্যবহার করতে হবে। মোবাইল ডিভাইসগুলোতে দ্রুত লোড হয় এমন ছবি ব্যবহার করতে হবে। এবং পপ-আপ উইন্ডোর আকার এমনভাবে পরিবর্তন করতে হবে যেন তা মোবাইলের ছোট পর্দায় সহজেই সেট হয়।
৫. ব্যাকলিংক তৈরি করতে শিখুন
ব্যাকলিংক হাইপারলিংক, ইনকামিং লিংক অথবা ইনবাউন্ড লিংক নামেও পরিচিত। একটি ব্যাকলিংক হল এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যাওয়ার লিঙ্ক। সুতরাং SEO করার সময় কীভাবে ব্যাকলিংক তৈরি করতে হয় তা অবশ্যই জানতে হবে।
ব্যাকলিংক যদি নিম্নমানের র্যাঙ্কিং বা স্প্যামি ওয়েবসাইট থেকে হয়, তাহলে তার আর কোনো মূল্য থাকে না। বিভিন্ন রকম উপায়ে ব্যাকলিংক তৈরি করা যায়। প্রথমত, থার্ড পার্টি সাইটে পোস্ট করে সেই লিঙ্কটি ওয়েবসাইটের প্রাসঙ্গিক স্থানে শেয়ার করে খুব সহজেই ব্যাকলিংক তৈরি করা যায়। এছাড়াও
- মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করে সেটিকে অন্যান্য প্রাসঙ্গিক সাইটের সাথে শেয়ার করে;
- অনলাইন প্রোফাইল তৈরি করার সময়, সেখানে ওয়েবসাইটের লিংকগুলি শেয়ার করে এবং
- ওয়েবসাইটে বর্ণনা ও ব্যাকলিংক সহ একটি ইনফোগ্রাফিক তৈরি করে সেটিকে বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করার মাধ্যমেও ব্যাকলিংক তৈরি করা যায়।
ব্যাকলিংক কিনে ব্যাবহার করাকে ব্ল্যাক-হ্যাট এসইও হিসাবে বিবেচনা করা হয়। এবং এটা সার্চ ইঞ্জিনের নিয়ম বহির্ভূত কাজ। যেসব ওয়েবসাইট ব্ল্যাক-হ্যাট এসইও ব্যবহার করে, Google তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে।
সুতরাং, SEO করার সময়, শুধুমাত্র White-hat SEO এবং link building পদ্ধতি ব্যবহার করে ব্যাকলিংক করা উচিত।
৬. লোকাল এসইও সম্পর্কে জানুন
লোকাল এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি নির্দিষ্ট অংশ, যা কোনো নির্দিষ্ট এলাকার বা লোকাল ব্যবসার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ব্যবসাকে স্থানীয় গ্রাহকদের কাছে পৌঁছাতে সাহায্য করে।
লোকাল এসইওতে গুগল আপনার ব্যবসার প্রাসঙ্গিকতা, দূরত্ব এবং প্রসিদ্ধির (relevance, distance, prominence) ভিত্তিতে র্যাংকিং নির্ধারণ করে। এজন্য লোকাল এসইওতে Google My Business (GMB)-এর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
লোকাল এসইও-এর উপাদান
- গুগল মাই বিজনেস (Google My Business - GMB) - GMB প্রোফাইল তৈরি করুন এবং সঠিক তথ্য দিন (ঠিকানা, ফোন নম্বর, সময়সূচি)। নিয়মিত আপডেট রাখুন এবং কাস্টমার রিভিউ সংগ্রহ করুন।
- ন্যাপ (NAP - Name, Address, Phone Number) - আপনার ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সর্বত্র সঠিক এবং একই হওয়া উচিত।
- লোকাল কীওয়ার্ড অপ্টিমাইজেশন - আপনার কন্টেন্টে লোকাল কীওয়ার্ড যুক্ত করুন, যেমন: "ঢাকার সেরা রেস্টুরেন্ট" বা "চট্টগ্রামের ওয়াটার ফিল্টার সার্ভিস।"
- লোকাল লিস্টিং - আপনার ব্যবসাকে বিভিন্ন অনলাইন লোকাল ডিরেক্টরিতে যুক্ত করুন (যেমন: Yelp, Banglalink Yellow Pages, Bikroy)।
- রিভিউ এবং রেটিং - গ্রাহকদের কাছ থেকে পজিটিভ রিভিউ পেতে চেষ্টা করুন।
- লোকাল ব্যাকলিংক - স্থানীয় ওয়েবসাইট বা ব্লগ থেকে লিঙ্ক পেতে চেষ্টা করুন।
- মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট - নিশ্চিত করুন যে আপনার ওয়েবসাইট মোবাইল ডিভাইসে দ্রুত এবং ভালোভাবে লোড হয়।
৭. এসইও পারফরম্যান্স (KPI) পরিমাপ করতে শিখুন
ওয়েবসাইটে এসইও করার পর, ভালো ফলাফল পাওয়ার জন্য নিয়মিত পারফরম্যান্স ট্র্যাক করতে হয়। এসইও এর সফললতা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। যেমনঃ
- ওয়েবসাইটের ট্রাফিক এর পরিমাণ কেমন;
- কিওয়ার্ড গুলোর র্যাঙ্ক বা SERP পজিশন কত বা কেমন;
- ভিজিটররা পেজটিতে গড়ে কত সময় ব্যয় করছে;
- ব্যাকলিঙ্কগুলো ঠিকমত কাজ করছে কিনা এবং
- সাইটটিতে গুগল কতটি পেজ ইন্ডেক্স করেছে।
কিছু জনপ্রিয় এসইও টুলস আছে যেগুলোর সাহায্যে খুব সহজেই এসইও পারফরম্যান্স বিশ্লেষণ করা যায়। কিছু উল্লেখযোগ্য এসইও টুলসের মাঝে Google Analytics, Google Search Console, Ubersuggest, Ahrefs, Semrush ইত্যাদি বেশ জনপ্রিয়।
৮. কখনই শেখা বন্ধ করবেন না
ডিজিটাল মার্কেটিং- এ শেখার কোন শেষ নেই। এসইও শেখা কখনও বন্ধ করা যাবে না। Google প্রতিনিয়ত তার র ্যাংকিং অ্যালগরিদমগুলোকে পরিবর্তন বা আপডেট করছে,এর মানে হল যে আপনার দক্ষতা এবং জ্ঞানকে সমৃদ্ধ রাখতে হবে।
আশা করি, এই আর্টিকেলের সাহায্য আপনারা সহজেই এখন ওয়েবসাইট অথবা ব্লগে এসইও করতে পারবেন। এসইও কিভাবে করতে হয় এটা জানলে আর এসইও এক্সপার্ট এর কাছে যেয়ে অযথা টাকা খরচ করতে হবে না। ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি থেকে শুরু করে, গুগলের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসা্, এসবই এখন আমরা ঘরে বসে করতে পারবো।
ধন্যবাদ
নতুন নতুন অ্যলগরিদম গুলো কোথা থেকে শিখব??
নতুনা অ্যলগরিদম সম্পর্কে জানতে https://www.seroundtable.com/ ফলো করতে পারেন।
অনেক ভালো লিখেছে সাথে দিকনির্দেশনা ও ভালো মানের ছিলো
উপস্থাপন সুন্দর হয়েছে...
Nice Article about SEO
step by step video kothai pawa jabe
LutforPRO ইউটিউব চ্যানেলে পাবেন
আমি শিখতে চাই। কিভাবে সহজে শিখতে পারি। তাছাড়া কাজ করতে চাই রাতে করে দূরত আয় করতে পারি।
মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তথ্য বহুল আলোচনা। জাযাকাল্লাহু খাইরান বারাকাল্লাহু ফিক
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে