নতুন যারা ব্লগিং বা ইউটিউবিং করে টাকা আয় করতে চান, গুগল অ্যাডসেন্স (Google AbSence) তাদের জন্য সবচেয়ে ভাল উপায়। কেননা, বাংলাদেশের প্রেক্ষাপটে গুগল অ্যাডসেন্স এ এপ্রুভাল পাওয়া ও এর থেকে টাকা তোলা বা আনা বেশ সহজ।
অনলাইন থেকে উপার্জিত টাকা তোলা বাংলাদেশীদের জন্য বরাবরই ঝামেলার। কিন্তু, অ্যাডসেন্স থেকে টাকা আনা তেমন ঝামেলা না, কারন এর পেমেন্ট মেথডগুলো ফ্লেক্সিবল। তাছারাও, প্রায় সব অনলাইন ব্যাংক ও ডাচ- বাংলার মোবাইল MFS রকেটে টাকা আনা যায়।
এছাড়াও, আপনি ব্যাংক ট্রান্সফার, চেক ও ওয়্যার ট্র্যান্সফার এর যেকোন একটি ব্যবহার করে টাকা তুলতে পারবেন।
মজার ব্যাপার হলো, গুগোল অ্যাডসেন্স থেকে টাকা তোলার উপায় সম্পূর্ণ স্বয়ংক্রিয়, প্রতিবার ১০০ ডলার থ্রেশহোল্ড পূর্ণ হলেই মাসের ২১ তারখে একউন্টে টাকা সেন্ড করে দেয়া হয় । তবে শুরুতে একবার, আপনাকে আপনার পেমেন্ট ডিটেইল আপডেট করে দিতে হয়। আর, এক বার সঠিকভাবে সেট করে দিলেই, পরবর্তীতে আর কীছুই করতে হবে না।
অনলাইনে যে মাধ্যমে অর্থপ্রদান ও সংগ্রহ করা যায়, উদাহরণস্বরূপ, ক্রেডিট কার্ড, ডিজিটাল ওয়ালেট, ডেবিট কার্ড, মোবাইল পেমেন্ট সিস্টেম ইত্যাদি। পেমেন্ট মেথড আসলে ফান্ড/ ব্যাল্যান্স ট্র্যান্সফার এর উপায়। অর্থাৎ, অ্যাডসেন্স এর balance থেকে টাকা যেসকল উপায়ে আপনি আপনার কাছে আনতে পারবেন সেগুলি।
গুগল অ্যাডসেন্স পেমেন্ট মেথড মোটামুটি ৫টি টাকা দেয়। তবে বাংলাদেশের প্রাক্ষাপটে আমারা তিনটি পেমেন্ট মাধ্যম ব্যবহার করতে পারি।
সুতরাং, আমি সবগুলি পেমেন্ট মেথড নিয়ে আলোচনা করছি না। বাংলাদেশের জন্য যে উপায়গুলো আছে সেগুলিই আমি নিচে আলোচনা করছি।
আসুন জেনে নেই, কিভাবে গুগল অ্যাডসেন্স এর Payment Method যোগ করবেন।
অ্যাডসেন্সের পেমেন্ট মেথড যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ #১ঃ অ্যাডসেন্স একউন্টে লগইন করুন।
ধাপ #২ঃ পেমেন্ট ("Payments") ক্লিক করুন, এবং তারপর, পেমেন্ট ইনফো (" Payment info" ) তে ক্লিক করুন।
ধাপ #৩ঃ এবার "অ্যাড পেমেন্ট মেথড" ("+ Add Payment Method") বা ম্যানেজ পেমেন্ট মেথড ক্লিক করুন। তারপর, ব্যাংক একউন্ট বা মোবাইল ব্যাংকিং এ টাকা আনেতে "Add new wire transfer details"। চেক এর মাধ্যমে টাকা আনতে অ্যাড নিউ চেক ডিটেলস "Add new Check Details" এ ক্লিক করুন। যেহেতু আমরা গুগল অ্যাডসেন্সের পেমেন্ট মেথডে ব্যাংক একাউন্ট যোগ করবো তাই প্রথমটি সিলেক্ট করে Save বাটনে ক্লিক করুন।
ধাপ #৪ঃ এরপর, নিচের ইমেজটির মতো করে ফর্ম পূরণ করুন বা পূরণ করুন। এই ধাপে আপনার ব্যাংক একাউন্টের ডিটেইলস যোগ করুন।
এরপর সেভ "SAVE" দিয়ে বের হয়ে যাই।
তবে,
গুগল অ্যাডসেন্সের কীছু টার্মস আছে, যেগুলি পূরণ করলে আপনি টাকা তুলতে পারবেন, অন্যথায় টাকা আপনার গুগল ব্যাল্যান্সে জমা থাকবে। এবং টাকা তোলার পূর্বশর্তগুলো পূরণ করলে সেটা আপনাকে পাঠিয়ে দিবে।
ডলার জমা হলেই যে আনা যাবে এমন নয়। টাকা আনতে হলে কীছু শর্তপূরণ করতে হবে।
অ্যাডসেন্স এর টাকা পাঠানোয় সিস্টেমটি সহজ। তেমন কোন ঝামেলা পোহাতে হয় না। তবে ভেরিফিকেসন ও পেমেন্ট প্রসেস নতুনদের জন্য ঝামেলার মনে হতে পারে। তাই, এটি নিয়ে আগে আলোচনা করা হলো।
এখানে টাকা আনার জন্য যেসব শর্তাবলী আছে সেগুলি বিস্তারিত আলোচনা করা হলঃ
প্রথমত, আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে Approve করে নিতে হবে। এটি পেতে আপনাকে দুইটি ধাপ অতিবাহিত করতে হবে।
যেহেতু, গুগোল অ্যাড একটি কন্টেন্ট ভিত্তিক প্লাটফর্ম। অ্যাকাউন্ট তৈরি করার আগে ওয়েব সাইট বা ইউটিউব চ্যানেলে প্রযাপ্ত পরিমান টেক্সট, পোস্ট বা ভিডিও কন্টেন্ট থাকতে হবে।
এরপরে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট এর জন্য আবেদন করতে হবে। বর্তমান সময়ে, গুগলে পাবলিশার নেটওয়ার্কএর সব সাইটগুলি ম্যানুয়ালি চেক করা হয়।
এই ধাপে apploved হলে আপনার সাইটে বা ভিডিওতে অ্যাড কোড বসাতে পারবেন।
বিদ্রঃ প্রতিটি সাইটের জন্য আলাদাভাবে approval নিতে হবে।
আপনার পাবলিশার অ্যাকাউন্ট ১০ ডলার ($10) আয় হলে, আপনার ঠিকানা ভেরিফিকেশন চাইবে।
এই উপায়টা মাঝে মাঝে বেশ জটিল, অনেকে Address Verification বা পিন এ গিয়ে আটকে থাকেন। গুগল আপনার ঠিকানায় ডাক (চিঠি) এর মাধ্যমে একটি গোপন পিন কোড পাঠাবে। আর এই পিন ব্যবহার করে আপনার ঠিকানা ভেরিফাইড করে নিতে হবে।
সুতরাং, আপনার পেমেন্ট এড্রেস দেবার আগে নিশ্চিত হয়ে নিন। ওই ঠিকানাতে কোন চিঠি আসলে সেটা আপনি পাবেন নিশ্চিত হয়ে নিন।
আপনার আয় ১০০ ডলার ($100) হয়ে গেলে আপনি টাকা তোলার যে মাধ্যমটি অ্যাকাউন্টে দিবেন সেটাতে পাঠাবে।
এখানে কিছু কিন্তু আছে, মানে কিছু শর্ত আছে-
১. আপনি যে মাসে ১০০ ডলার রেভিনিঊ করতে পারবেন, তার পরের মাসে ২১-২৬ তারিখের মধ্যে টাকা পাঠাবে।
২. কোন মাসে ১০০ ডলার উপার্জন না করতে পারলে সেটা balance এ থাকবে, ও পরবর্তী মাসের সাথে যোগ হয়ে যাবে।
৩. টাকা পাঠানোর পরে গুগল মেইল দিয়ে, আপনাকে জানিয়ে দিবে। তবে টাকা কবে পাবেন সেটা পেমেন্ট মাধ্যম ও পেমেন্ট হোস্ট (যেমন ব্যাংক) এর উপরে নির্ভর করবে।
Pro Tip: প্রথম ধাপে, পাবলিশার account আপ্রুভ হয়ে গেলেই, পেমেন্ট এর জন্য একটি মাধ্যম অ্যাড করে নিতে হবে। কারন, এটি না করলে সকল শর্তপূরণ হলেও টাকা পাবেন না।
আপনার রেভিনিউ যখন উপরের শর্তসমুহ পূরণ করবে, স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট অ্যাকাউন্ট এ পাঠানো বা সেন্ড করা হবে। আপনার কিছু করা লাগবে না। এখন আসুন জানি, পেমেন্ট অ্যাকাউন্ট এ কী কী মাধ্যম ব্যবহার করা যায় ও এর মধ্যে সেরা কোনগুলো।
এখানে, আমি সবচেয়ে জনপ্রিয় তিনটি মাধ্যমে টাকা আনার উপায় নিয়ে আলোচনা করছি।
Swift code আছে অর্থাৎ অনলাইন ব্যাংকীং সাপোর্ট করে এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকেলে, এটি ব্যবহার করে আপনি টাকা আনতে পারবেন। সুতরাং, নিশ্চিত হয়ে নিন Swift code আছে কিনা বা থাকলে সেটা কী।
আপনার ব্যাংক আকউন্টটি গুগল অ্যাডসেন্স এর পেমেন্ট মেথড হিসেবে যোগ করতে যা যা লাগবে-
ব্লগারদের জন্য Recommended ব্যাংক সমুহঃ
রকেট(Roket Mobile Banking ) ডাচ বাংলা ব্যাংক এর মোবাইল ব্যাংকীং সিস্টেম।
এটি বিকাশ(Bkash) এর মতো, কিন্তু, বিকাশে অ্যাকাউন্ট নাম্বার ১১ ডিজিট ও এটি ব্যাংক একউন্ট না হওয়ার এটি ব্যবহার করে টাকা আনা যায় না। তবে, একটি রকেট নাম্বার এর ডিজিট ১২ ও এটি একটি ব্যাংক অ্যাকাউন্ট হওয়ার, আপনি সরাসরি রকেটে টাকা আনতে পারবেন।
যে সব তথ্য লাগবে
গুগল কখনো আপনার রকেট একাউন্টের পাসওয়ার্ড চাইবেনা।
যদিও আমার প্রথমদিকের পেমেন্ট গুলি চেক এর মাধ্যমে আনা, তবে এটি আমি আর এটি ব্যবহার করি না।
কারন, প্রচুর সময়লাগে - চেক হাতে পেতে ও চেক ভাঙিয়ে টাকা তুলতে (১০ কর্মদিবস )। আবার চার্জ ও তুলনামুলক বেশি।
অ্যাডসেন্স + ব্লগিং করে ইন্টেন্সিভ ইনকাম করা যায়। আর টাকা আনা খুব কঠিন কাজ না। যদি আপনি অনলাইন থেকে আয় করা শুরু করতে চান বা বাড়াতে চান এসইও শেখার বিকল্প নাই।
যাইহোক আজ এখানেই শেষ, ভাললাগলে শেয়ার করতে ভুলবেন না, ও প্রস্ন থাকেল নিচে কমেন্ট করে জানাতে পারেন।
Table of Contents
Khub e valo hoyese vai
ব্লগ থেকে উপার্জন করার বিষয়টা পুরোপুরি জানতে পারার ধন্যবাদ এবং আরো ধন্যবাদ যে জন্য এটি আরো সহজেয় অনুমেয় হল।
ধন্যবাদ
website গুগল অ্যাডসেন্স থেকে প্রথম টাকা গ্রহণ করতে হলে কি ব্যাংক একাউন্টে কি টাকা থাকতে হবে. বিষয় টা একটু জানাবেন
নাহ, টাকা থাকার প্রয়োজন নেই। তবে আপনার ব্যাংক আকাউন্টটি একটিভ থাকতে হবে।
Thank you, Sir ):