অতীতে ওয়েব ২.০ একটি শক্তিশালী লিংক বিল্ডিং এর উপায় ছিল। বর্তমান সময়ে এটা থেকে খুবভাল ফলাফল পাওয়া যায় না।
তবুও, ওয়েব ২.০ ব্যাকলিংক এর গুরুত্ব রয়ে গেছে। SEO Experts-রা এখনও এই পদ্ধতি ব্যবহার করে থাকেন। এবং, সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারলে, কম কম্পিটিশন এর কিওয়ার্ড রেঙ্কিং করতে ওয়েব ২.০ ভাল ভুমিকা রাখতে পারে। তা ছাড়া contextual backlink ও নোফলো-ডুফলো ratio ঠিক রাখতে এর বিকল্প পাওয়া যাবে না।
তাই, একজন এসইও এক্সপার্ট হিসেবে, ওয়েব ২.০ backlink তৈরি করতে জানার প্রয়োজনীয়তা রয়েছে। তো আসুন জেনে নেই, সঠিকভাবে ওয়েব ২.০ লিংক করার নিয়ম।
কিন্তু, সর্বপ্রথম জেনে নেই কি কি থাকছে এই আর্টিকেলটিতে -
ওয়েব 2.0 ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম। ওয়েব ২.০, সেই সব ওয়েবসাইট, যেখানে আমারা বিনামূল্যে বাক্তিগত ব্লগ বা ওয়েবসাইট খুলতে পারি ।
বস্তুত, ওয়েব 2.0 হল বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন, যেগুলিতে যে কোনো ব্যক্তি ব্যবহার করতে পারবেন। পোস্ট করতে পারবেন, ইমেজ, ভিডিও শেয়ার করতে পারবেন।
এই সময়ে, একজন দক্ষ এসইও এক্সপার্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে, এটি সম্পর্কে একটি স্বচ্ছ ধারনা থাকা দরকার।
ফ্রি-তে তৈরি ব্লগ থেকে মানি ব্লগে যে লিংক নেওয়া হয় হয়, সেটাকে web 2.0 backlink বলে। ফ্রিতে হলেও ওয়েব ২ প্লাটফর্মগুল সীমিত আকারে ডিজাইন, অপ্টিমাইজেশন ও কাস্টমাইজেশন করাতে দেয়।
এই টাইপের ব্যাকলিংক এর সুবিধা হল- আপনি নিজে এটা তৈরি করছেন, সুতরাং সব কিছুই আপানর হাতে থাকে। সুতরাং, পছন্দমতো এঙ্কর টেক্সট দিয়ে লিংক নিতে পারবেন। কন্টেন্ট এর মধ্যে থেকে ডু-ফোলে লিংক নিতে পারবেন।
এই পদ্ধতিটি গ্রে হ্যাট এবং আপনার ওয়েবসাইটকে penalize হতে পারে। এগুলি ব্যবহারের জন্য আমাকে বেশ ভোগান্তি পোহাতে হয়েছিল, সুতরাং এটি কোন বাচ্চাদের খেলা নয়। সাবধান হন।
ওয়েব 2.0 গুলি কার্যকর কারণ আপনি এগুলিকে ব্যবহার করে মুলসাইটে অথোরিটি খুব সহজে বৃদ্ধি করতে পারবেন। যদিও, আপনার তৈরি করা ওয়বে ২.০, একটি সাব-ডোমেন এবং অথোরিটি জিরো।
তবে, তা খুব তাড়াতাড়ি বাড়ানো যায়।
ওয়েব টু জনপ্রিয় কারনঃ
সুতরাং, প্রশ্নটি হল: আপনি কীভাবে একটি ভাল মানের ওয়েব 2.0 তৈরি করবেন?
শুরুতেই বলি, ওয়েব টু তৈরি করা খুব একটা ঝামেলার কাজ নয়। বরং, এটি বেশ সহজ কাজ কিন্তু সময় সাপেক্ষ।
এই আর্টিকেল-এ, আমি আপনাকে কীভাবে সহজ এবং পাওয়ারফুল ওয়েব ২.০ ব্যাকলিঙ্কগুলি তৈরি করবেন তা ধাপে ধাপে বর্ণনা করব।
প্রথমে, আপনি একটি web 2 platform এ আকাউন্ট তৈরি করে নিন। তারপরে, আমারা নিজেদের ব্লগে যেভাবে পোস্ট দেই, সেভাবেই পোস্ট দিতে পারবেন। এবং, লিংক করতে পারবেন।
সহজ তাই না? আসুন দেখে নেই ধাপে ধাপে web 2.0 তৈরি করার পদ্ধতি।
ভাল ফল পেতে, কন্টেন্ট অবশ্যই এসইও অপ্টিমাইজইড, ইউনিক হতে হবে।
সফলতার কোন সহজ রাস্তা নেই। ফলাফল ভাল পেতে অবশ্যই ভাল কাজ করতে হবে। আমারা যারা নিজে নিজে এসইও এক্সপার্ট হতে চান তারা কষ্ট করে কাজ করতে প্রায়শ পিছ পা হই। এটা করবেন না।
আসুন, জেনে নেই এই ব্যাকলিংক বানানোর Strategy. আমি এখনে সাধারন প্রস্ন গুলির উত্তর দিতে চেষ্টা করেছি।
ওয়েব টুর কন্টেন্ট নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। অনেক প্রস্ন ও ভয় কাজ করে।
৪০০-৫০০ ওয়ার্ড দিলেই চলবে। তবে, বড় দিলে আরও ভাল। 1-3% কীওয়ার্ডের ঘনত্ব মেইন্টেন করুন। মেইন কিওয়ার্ড এর রিলেভেন্ট পোস্ট দিতে হবে।
৩-১০ টা দিতে পারেন। তবে, আপনার বাজেট বা সময় থাকলে ৭-১০ টি পোস্ট দিবেন। এতে ফলাফল ভাল আসবে।
সব পোষ্টে ছবি বা ভিডিও না দিলেও হবে। ইমেজ-এ alt টেক্সট দিতে ভুলবেন না।
ব্যাকলিংক তৈরি করার গাইডটি ও প্রস্নউত্তর আকারে সাজানো হল।
ডুফলো, লিংক নিবেন। Outhor bio থেকে নিতে পারেন। তবে, আর্টিকেল এর প্রথম দিক থেকে নিতে পারলে ভাল।
এঙ্কর টেক্সট থাকবে। প্রতি সাইট থেকে একটা নিলেই হবে, এটা সেফ। চাইলে একাধিক নিতে পারেন।
ইন্টারনাল লিংক করতে হবে। আর এক্সটারনাল লিংক ও দিতে হবে, তবে প্রতি পোস্টে দেবার প্রয়োজন নেই। লিংক দেবার ক্ষেত্রে অথোরিটি সাইটগুলি বেছে নিন। এতে করে পেনাল্টির ঝুকি কমবে।
মনে রাখবেন, ওভার অপ্টিমাইজড এঙ্কর টেক্সট এর কারনে পেনাল্টি খেতে পারেন। সব সময় মেইন বা মানি কিওয়ার্ড এঙ্কর হিসেবে ব্যবহার করবেন না।
বরং, এগ্রেসিভ লিংক বিল্ডিং হলে, ৮০-২০ রুল ফলো করুন। ৮০% লিংক নিবেন মেইন কিওয়ার্ড এর লংটেল এঙ্কর দিয়ে। ২০% এ মেইন কিওয়ার্ড দিয়ে নিবেন। তবেঁ,আপনার সাইটের লিংক প্রফাইল ভাল না হলে, এগ্রেসিভ লিংক বানানো যাবে না।
এগ্রেসিভ লিংক বিল্ডিং না করলে, ব্লগ সাইট হলে হোমপেজে ৩০%-৪০% লিংক নিতে পারেন। ব্রান্ড নেম এঙ্কর দিয়ে।
৫০%-৬০% লিংক নিবেন মেইন কিওয়ার্ড এর লংটেল বা partial কিওয়ার্ডকে এঙ্কর দিয়ে।
এবং, ১০%- ২০% এ মেইন কিওয়ার্ড দিয়ে নিবেন।
হ্যা, অবশ্যই বানাবেন। পারলে প্রাইভেসি পলেসি পেজ বানাবেন। একটি সাধারণ সাইটে যে সকল পেজ থাকে, সেগুলি বানাতে হবে।
আগেই বলেছি, ভাল কিছু লিংক পেলে ওয়েব ২ গুলির DA, PA দ্রুত বাড়ে। সুতরাং, লিংক বানানোর জন্য আপনাকে সময় দিতে হবে।
কেননা, অন্য মাধ্যম থেকে কন্টেন্টচুয়াল লিংক পাওয়া ব্যয় বহুল।
এক্ষেত্রে, টিয়ার ২ ব্যাকলিংক করবেন। এটা বেশ কার্যকরী।
প্রো টিপসঃ শুধু নাম্বার লিংক বাড়াবেন না, লিংক এর কোয়ালিটির দিকে নজর দিন। একটি সাইটের জন্য ৫-১০ টি ওয়েব টু থেকে লিংক নিলেই হবে।
Website | Link Type |
---|---|
blogspot.com | DoFollow |
tumblr.com | DoFollow |
wordpress.com | DoFollow |
medum.com | NoFollow |
issuu.com | DoFollow |
blogger.com | DoFollow |
livejournal.com | DoFollow |
goodreads.com | DoFollow |
zoho.com | DoFollow |
weebly.com | DoFollow |
wix.com | DoFollow |
box.com | DoFollow |
myanimelist.net | DoFollow |
evernote.com | DoFollow |
minds.com | DoFollow |
এসইও তে এরকম আরও অনেক প্রকার লিংক তৈরি করা যায়। সম্পূর্ণ এসইও শিখতে আপনাকে কি পরিমান সময় লাগবে সেটা এই সব টুকিটাকি বিষয় আপনি কিভাবে শিখছেন তার উপরে নির্ভর করে।
সে যাই হোকনা কেন। আশাকরি, আপনাদের ওয়েব ২.০ ব্যাকলিংক বিল্ডিং সম্পর্কে একটি সচ্ছ ধারনা দিতে পেরেছি। তবে, আপনার যদি কিছু জানার বা বোঝার থাকে তাহলে কমেন্ট করে জানতে পারবেন।
ধন্যবাদ ভাই,এমন সুন্দর একটা লেখা উপহার দেবার জন্য
আপনাকেও ধন্যবাদ।
Thank you so much lutfor vai
for this wonderful blog