বাংলা এসইও টিউটোরিয়াল
বাংলা
>
এসইও টিউটোরিয়াল
>
>
এসইও (SEO) শেখার জন্য কী কী লাগবে ও জানতে হবে?

এসইও (SEO) শেখার জন্য কী কী লাগবে ও জানতে হবে?

Last Updated: 
নভেম্বর 11, 2023
নতুন যারা এসইও শেখা শুরু করতে চাচ্ছেন, তাদের অনেকের প্রশ্ন থাকে এসইও শিখতে কী কী লাগবে ও কী কী বিষয় শিখতে হবে। এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি অনলাইন ভিত্তিক কাজ। অর্থাৎ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশ শিখতে হলে একটি কম্পিউটার বা ল্যাপটপ লাগবে। সাথে থাকতে হবে ইন্টারনেট কানেকশন। তবে, প্রচন্ড চেষ্টা ও ধৈর্য থাকলে মোবাইল ডিভাইস ব্যবহার […]

নতুন যারা এসইও শেখা শুরু করতে চাচ্ছেন, তাদের অনেকের প্রশ্ন থাকে এসইও শিখতে কী কী লাগবে ও কী কী বিষয় শিখতে হবে।

এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি অনলাইন ভিত্তিক কাজ। অর্থাৎ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশ শিখতে হলে একটি কম্পিউটার বা ল্যাপটপ লাগবে। সাথে থাকতে হবে ইন্টারনেট কানেকশন। তবে, প্রচন্ড চেষ্টা ও ধৈর্য থাকলে মোবাইল ডিভাইস ব্যবহার করব আপনি এসইও শিখতে পারেন। এ ব্যাপারে আমি একটু পরে বিস্তারিত আলোচনা করব। 

কীন্তু তার আগে জেনে নেই, এই আর্টিকেলে আমি কী কী বিষয়ে আলোচনা করছি।

এসইও (SEO) শেখার জন্য কী কী লাগবে

ডিজিটাল মার্কেটিং বা Google SEO শিখে আয় করা অনেকেরই স্বপ্ন। একজন প্রফেশনাল দিনের ৮-১৪ ঘণ্টা তার কম্পিউটার এর সাথে অতিবাহিত করেন।

আপনার ডিভাইসটি ছাড়াও ওয়েব ব্রাউজ করা, টুকীটাকী গেমস খেলা, বা ইউটিউব ভিডিও বা টিউটোরিয়াল দেখবেন, এখানে অন্য কাজ করতে পারবেন।

একজন Professional SEO expert হতে হলে আপনার যা যা লাগবে,

একটি ডিভাইস  

device for seo

এটি হতে পারে একটু কম্পিউটার বা ল্যাপটপ। কনফিগারেশনের দিকে তেমন কোনো আহামরি Requirement নেই। 

বর্তমান সময়ে স্ট্যান্ডার্ড একটি Core i3 যে কোন জেনারেশনের কম্পিউটার হলে আপনি ঝামেলা ছাড়াই এসইওর বাধাহীন কাজ করতে পারবেন।

নিছে SEO শেখার জন্য একটি আদর্শ ডিভাইসের কনফিগারেশন নিচে দেওয়া হল।

কনফিগারেশন আদর্শ ডিভাইসন্যূনতম
প্রসেসরCore i3, 3rd Gen or AboveDuel Core
RAM4 GB or Up2 GB
ইন্টারনেট স্পীড১ এমবিপিএস৫১২ কেবিপিএস
হার্ডডিস্ক১২০ SSD or Above500 GB HDD
মনিটর14' or Above14'
Keyboard,
Mouse
মোটামুটি ভালমানের হলেই হবেহলেই হল।
বাজেট১৫ হাজার টাকা থকে ২০ হাজার৮ হাজার থেকে ১২ হাজার

ল্যাপটপ বা ডেস্কটপ যাই হোক না কেন কনফিগারেশন মোটামুটি একী রকম। তবে, ডিভাইস হিসেবে আপনি যদি ডেক্সটপ কম্পিউটার ব্যবহার করেন তাহলে সেটা আপনার জন্য বেশি সুবিধাজনক হবে।

এসইও শেখার আগে যেসব বিষয় জানতে হবে

এসইও -তে মোটামুটি কম্পিউটার সম্পর্কে ধারনা থাকলেই হবে। এসইও তে বা ডিজিটাল মার্কেটিং করতে হলে ভাল ভাবে ইন্টারনেট ব্রাউজ করতে জানা উচিৎ। আপনার এসইও শিখতে কত দিন সময় লাগবে এটা নির্ভর করে, নিচে বর্ণিত প্রি - লার্নিং রিকুয়ারেমেন্ট গুলির উপরঃ-

  1. প্রফেশনাল ভাবে এসইও শেখা শুরু করার আগে, যে সকল বিষয়গুলো আপনাকে জানতে হবে। এর মানে এই নয় যে আপনাকে প্রফেশনাল মানের কাজ জানতে হবে, মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো অভিজ্ঞতা থাকলেই চলবে।
  2. আমরা জানি এটি একটি অনলাইন ভিত্তিক কাজ, সুতরাং অনলাইন সার্চিং বা সার্চ ইঞ্জিন ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। 
  3. অনলাইন থেকে প্রয়োজনীয় ডাটা খুজে বের করা ও সেগুলো প্রসেস করার ক্ষমতা থাকতে হবে। 
  4. আপনি যদি এক্সপার্ট হিসেবে অনলাইনে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাইক্রোসফট এক্সেল বা গুগল শিট এর ব্যবহার জানতে হবে।
  5. ওয়েবসাইট আর্কীটেকচার, টেকনোলজি,সম্পর্কে ধারণা থাকতে হবে,এটি আগে না জানলে হবে এসব শিখতে শিখতে আপনি জেনে যাবেন।

আরও পড়ুনঃ

নতুনদের সাধারন কীছু প্রস্নউত্তর

আমি নতুন কম্পিউটার কীনেছি আমি কী এসইও কাজ শিখতে পারবো?

হ্যাঁ আপনি চাইলে কাজ শিখতে পারবেন, তবে আপনি যদি এখনও কম্পিউটার ও অনলাইন ব্যবহারে দক্ষ না হয়ে ওঠেন তাহলে কীছুদিন সময় নিন এগুলি শেখার জন্য। অযথা ফেসবুক এ সময় নষ্ট না করে, গঠনমুলক কীছু পড়ুন ও শিখুন। তারপর SEO শেখা শুরু করবেন।

আমাকে ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে জানতে হবে?

এসইও শিখতে ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে আপনাকে আগে জানতে হবে না।

তবে আপনি যদি ওয়েবসাইট ডিজাইন ও আর্কীটেকচার সম্পর্কে ভাল ধারণা রাখেন তাহলে এসইও শেখার সময় ও শেখার পর বেশ সুবিধা পাবেন। লক্ষ্য করুন আমি কীন্তু ওয়েব ডিজাইন করতে চান আর কথা বলিনি ওয়েব ডিজাইন সম্পর্কে জ্ঞানের কথা বলেছি। 

আর আপনি যদি এসইও শিখে অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট মার্কেটিং করার চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে টুকীটাকী ওয়েব ডিজাইন ডোমেইন-হোস্টিংসম্পর্কে জানতে হবে। 

আমি কীভাবে নিজে নিজে SEO শিখতে পারব?

অনলাইনে আপনি পর্যাপ্ত পরিমাণ টিউটোরিয়াল পাবেন যা দেখে ও পড়ে আপনি এসইও শিখতে পারেন। তবে, শেখার সময় পর্যাপ্ত প্র্যাকটিসের দিকে খেয়াল রাখতে হবে।

আমার একটা আর্টিকেল আছে সেখানে আমি বর্ণনা করেছি কীভাবে আপনি নিজে নিজে বাসায় বসে এসইও শিখবেন, পারেন আশাকরি পড়ে নেবেন।

শেষকথা

নিজের লক্ষ্য ঠিক করে ফেলতে পারলে, কোন কীছুই কঠিন নয়। শুভ কামনা আপনার জন্য।

S M Lutfor Rahman
S M Lutfor Rahman
Hailing from Bagerhat, Bangladesh, Specializing in SEO, Google Adsense, and Affiliate Marketing, my expertise is grounded in both practical application and continuous learning.I'm your Bangla-speaking guide to online marketing mastery! I devour digital knowledge and translate it into bite-sized tutorials. Whether you're a curious newbie or a seasoned pro, this blog equips you with the latest trends and actionable tips to conquer the online world, Bangladeshi style.Join our supportive community and let's unlock your digital potential together!

Md Azim Uddin শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

One comment on “এসইও (SEO) শেখার জন্য কী কী লাগবে ও জানতে হবে?”

এই সম্পর্কিত আরও পোস্ট

Ready for Action?

এসইও বা ডিজিটাল মার্কেটিং করে আপনার ওয়েবসাইটের র‍্যাঙ্কিং, ভিজিটর  বা সেল বৃদ্ধি করতে চান? আমাদের সাথে যোগাযোগ করুন। 
Let's Start
envelopephonechevron-left-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram